মালয়েশিয়া: দূর থেকে দেখলে চেনা মুশকিল। খোলা রাস্তায় বাঘ ঘুরে বেরাচ্ছে দেখলে আচমকাই যে কেউ ভয় পেয়ে যাবেন। তাই শুধুমাত্র মজা করতেই কোনও পটু শিল্পী এক কুকুরের গায়ে ডোরাকাটা রঙ লেপে দিয়েছেন। যদিও বাঘের মতো স্বাস্থ্যকর মোটেই নয় সেই কুকুরের চেহারা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই বিক্ষোভ দেখিয়েছেন পশুপ্রেমীরা। তাঁদের কথায় একজন শিল্পী হয়ে কিভাবে ওই ব্যক্তি এমন এক নিরীহ প্রাণীকে নিয়ে মজা করতে পারেন। যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবি করেছেন পশুপ্রেমীদের অনেকেই।
কিছুদিন আগে কর্ণাটকে একই রকম ঘটনা ঘটেছিল। এক কৃষক বাঁদরকে ভয় দেখাতে নিজের পোষ্য কুকুরকে বাঘের রঙ করেছিল। এবারের ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। বেশ পটু হাতেই এই কাজ করেছেন শিল্পী। কিন্তু তিনি হয়ত ভুলে গিয়েছিলেন ওই নিরীহ প্রাণীটির শরীরে রঙ থেকে কী কী ক্ষতি হতে পারে। এই আলোচনাতেই ক্ষোভ দেখিয়েছেন পশুপ্রেমীরা।
পশুপ্রেমী তথা বিশেষজ্ঞদের মতে, কুকুরেরা সাধারণত জিভ দিয়ে চেটেই তাদের গা পরিষ্কার করে। সেক্ষেত্রে এই রঙ ওই প্রাণীর পেটে গিয়ে মারাত্মক ক্ষতি হতে পারে। কে বা কারা এই ঘটনায় যুক্ত তাদের খোঁজ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রংয়ের ফলে সারমেয়র ত্বকের যেমন ক্ষতি হতে পারে। তেমনই আবার কুকুর যেহেতু জিভ দিয়ে চেটে তাদের গা পরিষ্কার করে তাই সেই রং পেটে যাওয়া অনেক সহজ। তার ফলে পেটের কোনও রোগেও ভুগতে পারে সারমেয়টি। মালয়েশিয়া অ্যানিম্যাল অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, তারপরেই শুরু হয় পশুপ্রেমীদের বিক্ষোভ। অপরাধীর গ্রেফতারির দাবিও তুলেছেন তাঁরা।