দেবতা আছেন মূর্তিমান, মন্দিরে ‘হাত’ তুলে আশীর্বাদ দিচ্ছে কুকুর! ভাইরাল ভিডিও

দেবতা আছেন মূর্তিমান, মন্দিরে ‘হাত’ তুলে আশীর্বাদ দিচ্ছে কুকুর! ভাইরাল ভিডিও

817eb7a14fba26aa9caf6a03cf45bd94

নয়াদিল্লি: ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশ বিদেশের কত নিত্যনতুন আজব কাণ্ডকারখানা যে আমাদের নজরে আসে, তা হয়তো গুনে শেষ করা যাবে না। সারাদিনের ভালো মন্দ খবরের ভিড়ে মাঝেমধ্যে দু-একটা লঘুচালের সংবাদ যেন একঘেয়ে জীবনে জোগায় বাঁচার অক্সিজেন এদিনের ভাইরাল  ভিডিওটিও যেন বয়ে এনেছে সেই এক টুকরো অক্সিজেন।

কুকুরের প্রতি মানুষের টান অন্যান্য পশুর তুলনায় অনেকটাই বেশি, একথা অস্বীকার করার জো নেই। এদিনের ভাইরাল ভিডিওটির কেন্দ্রেও রয়েছে এক কুকুরের কারসাজি। মন্দির চত্বরে দাঁড়িয়ে পূণ্যার্থীদের রীতিমতো ‘হাত’ তুলে আশীর্বাদ করছে এক কুকুর, এদিন এমনটাই দেখা গেল সোশ্যাল মিডিয়ার আসরে। কুকুরের এই অত্যাশ্চর্য কাণ্ড নিয়েই এখন কার্যত তোলপাড় নেটপাড়া।

জানা গেছে অভূতপূর্ব এই ঘটনাটি দেখা গেছে মহারাষ্ট্রের সিদ্ধাটেক অঞ্চলের সিদ্ধিবিনায়ক মন্দির চত্বরে। অরুণ লিমাডিয়া নামক জনৈক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এদিন নিজের ফেসবুকের দেওয়ালে এই ভিডিওটি শেয়ার করেন। আর তারপর মুহূর্তেই তুমুল ভাইরাল হয়ে কুকুরের আশীর্বাদের সেই ভিডিও।

ঠিক কী দেখা গেছে ওই ভাইরাল ভিডিওতে? ভিডিও অনুযায়ী, সিদ্ধিবিনায়ক মন্দির চত্বরের প্রবেশদ্বারের কাছেই একটি উঁচু বেদীতে বসে ছিল একটি কুকুর। মন্দির থেকে যাঁরা বেরিয়ে আসছিলেন তাঁদের মধ্যে কেউ কেউ কুকুরটির দিকে হাত বাড়িয়ে দিচ্ছিলেন। কুকরটিও সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছিল সকলের সঙ্গে। শুধু তাই নয়, সামনের পায়ের থাবা উঁচিয়ে আশীর্বাদের ভঙ্গি করতেও দেখা যায় কুকুরটিকে।

অরুণ লিমাডিয়া নামক ওই ব্যক্তি আরো একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, মন্দির থেকে বেরিয়ে এক ব্যক্তি হাত জোর করে কুকুরটির কাছে মাথা নুইয়েছেন। আর তখন অত্যাশ্চর্য ভাবে কুকুরটিও থাবা তুলে ‘আশীর্বাদ’ করে তাঁকে। এই দ্বিতীয় ভিডিওটির সঙ্গে অরুণ লিমাডিয়া লিখেছেন, “blessed” (আশীর্বাদধন্য)। এই দুই ভিডিও মুহূর্তের মধ্যে যথাক্রমে ১৩ লাখ এবং ১ লাখ ১০ হাজার মানুষ দেখে ফেলেন। কুকুরটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *