নির্মলার বাজেটের অন্তরালে থাকা এই চার ব্যক্তি কে জানেন?

নির্মলার বাজেটের অন্তরালে থাকা এই চার ব্যক্তি কে জানেন?

imagesmissing

নয়াদিল্লি: দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, নির্মলার পছনে চার ব্যক্তির নিরলশ প্রচেষ্টার কথা। মূলত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) – এর সঙ্গে যুক্ত এই চার ব্যক্তি ২০২০ বাজেটের নেপথ্যে রয়েছেন। বাজেটের খুটিনাটি, ছাড় থেকে কর – সব কিছুই তাঁরা বিশ্লেষণ করছেন।

১. গোপাল কৃষ্ণ আগরওয়াল – অর্থনৈতিক আলোচনায় বিজেপির মুখপাত্র এই ব্যক্তি পার্টির অর্থনৈতিক শাখা চালনা করেন। পেশায় একজন কর্পোরেট কর্তা। তিনিই এবছর অর্থমন্ত্রক এবং শিল্পজগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। এক সময় ব্যাংক অব বরদার অধিকর্তা ছিলেন এই ব্যক্তি। ইন্ডিয়ান ইনসস্টিটিউড অব করপোরেট অ্যাফেয়ার্সেরও অঘিকর্তা ছিলেন।

২. সৈয়দ জাফর ইসলাম – করপোরেট কর্তা। বিজেপি নেতা। একটি বিদেশি ব্যাংকের ম্যানেজিং ডাইরেকটর ছিলেন। অর্থমন্ত্রককে পরামর্শ দিয়েছেন তিনি। বাজেটের টিমে রয়েছেন। এই ব্যক্তি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। বর্তমানে তিনি এয়ার ইন্ডিয়ার অধিকর্তা।

৩. নরেন্দ্র তানেজা – প্রাজ্ঞ ব্যক্তি। তিনি ব্রিক বিজনেস কাউন্সিলের মাথা। প্রচলিত এবং অপ্রচলিত শক্তি বিষয়ক বিশেষজ্ঞ। বিশ্ব দরবারে তার নিজের ক্ষেত্রে পরিচিত মুখ। এই বাজেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। 

৪. অমিত মালব্য – বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মাথা । কিন্তু নিজের পেশাদার জীবনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *