Primary Recruitment Panel
কলকাতা: প্রাথমিকে নিয়োগে প্যানেল প্রকাশ এবং তা আদালতে জমা করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষার প্রেক্ষিতে ২০১৬ সালে যে নিয়োগ হয়, সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১০ দিনের মধ্যে মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন তিনি৷ অসুবিধা থাকলে সেই প্যানেল আদালতে জমা করতে পারে বলেও জানিয়েছিলেন বিচারপতি। তাঁর নির্দেশ ছিল, ১৫ জানুয়ারির মধ্যে এই কাজ করতে হবে৷ কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় পর্ষদ৷ কিন্তু, বুধবার সেই নির্দেশ খারজি করে দিল ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ এদিন জানায়, প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে। তবে মামলার বাকি অংশের শুনানি একক বেঞ্চে হতে পারে৷