রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা যাবে: মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানিকর কি না দেখবে সিঙ্গল বেঞ্চ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তিকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়…

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তিকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার ডিভিশন বেঞ্চ জানাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানি হয়েছিল  কিনা তা বিবেচনা করে দেখবে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ৷ নতুন করে এ ব্যাপারে হলফনামা নেবে সিঙ্গল বেঞ্চ। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সাংবিধানিক প্রধান হলেও রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে। তবে কোনও ভাবেই তাঁর সম্মানহানি করা যাবে না৷ একাধারে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে।