BREAKING: জীবনযুদ্ধে হার, প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাথ

মুম্বই: বলিউডের জন্য যেন দুঃসময় বয়ে এনেছে ২০২০। একের পর এক শোকসংবাদে সাজানো বাগান তছনছ হচ্ছে। ইরফান খান, ঋষি কাপুর, সাজিদ খান, সরোজ খান সহ অনেক তারকার মৃত্যু দেখল বলিউড। সেই তালিকায় এবার যোগ হলেন পরিচালক নিশিকান্ত কামাথ। বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

82d54fd716e99441e059cdbdbb79cb96

 

মুম্বই: বলিউডের জন্য যেন দুঃসময় বয়ে এনেছে ২০২০। একের পর এক শোকসংবাদে সাজানো বাগান তছনছ হচ্ছে। ইরফান খান, ঋষি কাপুর, সাজিদ খান, সরোজ খান সহ অনেক তারকার মৃত্যু দেখল বলিউড। সেই তালিকায় এবার যোগ হলেন পরিচালক নিশিকান্ত কামাথ। বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত! সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী

মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫০ বছর। কিছুদিন আগে লিভার সিরোসিসের জন্য হায়দরাবাদের হাসপাতালে ভর্তি হন তিনি। এই অসুখ তাঁর বেশ পুরনো। সম্প্রতি সেই ব্যথাই ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল। ব্যথা এতটাই বেড়েছিল যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। দিন সাতেক আগে জানা যায় পরিচালকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন ভয়ের কোনও ব্যাপার নেই। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন নিশাকান্ত। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার পরপারে চলে গেলেন তিনি। পরিচালকের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসার পর পরিচালক মুকেশ ছাবরা এবং অভিনেত্রী রেনুকা সাহানে সহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

2823db9ae195d4da28f2488da45a1cfc

ফিল্ম দুনিয়ায় নিশিকান্ত কামাথের হাতেখড়ি মারাঠি ছবি দিয়ে। ছবির নাম 'দোমবিভালি ফাস্ট'। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল সেটি। প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। মারাঠি ফিন্ম ইন্ডাস্ট্রিতে এটি ছিল বছরের সবচেয়ে হিট ছবি। এরপর ২০০৬ সালে মারাঠিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পায় ছবিটি। বলিউডে তাঁকে জনপ্রিয়তা এনে দেয় 'দৃশ্যম'। ২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পাওয়ার পর বলিউডে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। এছাড়া 'মাদারি', 'রকি হ্যান্ডসাম', 'ফোর্স', 'ড্যাডি', 'ভবেশ যোশী', 'মুম্বই মেরি জান'-সহ অনেক ছবি করেছেন তিনি। 'দৃশ্যম'-এর পর তাঁর আরও একটি উল্লেখযোগ্য ছবি হল 'মাদারি'। ইরফান খান অভিনীত ছবিটি দেশজুড়ে প্রশংসা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *