শেষ ‘বনবাস’, এশিয়ান গেমসের ট্রায়ালে প্রত্যাবর্তন করছেন দীপা কর্মকার

শেষ ‘বনবাস’, এশিয়ান গেমসের ট্রায়ালে প্রত্যাবর্তন করছেন দীপা কর্মকার

 কলকাতা: দীর্ঘ ২১ মাসের নির্বাসন কাটিয়ে ফিরতে চলেছেন দীপা কর্মকার। ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তার ওপর নেমে এসেছিল নির্বাসনের খাড়া। এবার সেই নির্বাসনের মেয়াদ শেষ হতে চলেছে। জানা  গিয়েছে, দীপা এশিয়ান গেমস সিলেকশনের ট্রায়ালে অংশ নেবেন। ১১ এবং ১২ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে এশিয়া গেমসের ট্রায়াল হবে।

আদামী ১১ ও ১২ জুলাই ভুবনেশ্বরে এশিয়ান গেমসের ট্রায়াল আয়োজিত হবে। ‘বনবাস’ কাটিয়ে সেই ট্রায়ালেই অংশ নেবেন ২৯ বছরের দীপা। ভারতীয় জিমন্যাস্ট ফেডারেশনের তরফে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় দীপার নাম রয়েছে। ট্রায়াল শুরুর আগের দিন অর্থাৎ ১০ জুলাই শেষ হচ্ছে দীপার নির্বাসন৷ সেদিন থেকে ট্রায়ালে নামার জন্য দীপার সামনে আর কোনও বাধা রইল না। দীপা পিটিআইকে জানিয়েছেন, তিনি আসন্ন ট্রায়ালে অংশ নিতে চলেছেন। তাঁর কথায়, ‘ট্রায়ালে আমার অংশ নেওয়া নিশ্চিত। বিগত কয়েক মাস ধরে আমি আগরতলায় অনুশীলন করছি। আশা করি সবকিছু ভালই হবে।’

দীপাই প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যিনি বিশ্ব মঞ্চে সোনা জিতেছেন। ২০১৮ সালে তুর্কিতে অনুষ্ঠিত শৈল্পিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে প্রথম হন তিনি৷ এছাড়াও ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন আগরতলার মেয়ে। হিরোশিমায় ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন তিনি। তবে চোটের জন্য বারবার ভুগতে হয়েছে তাঁকে৷ 

২০১৭ সালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান এই জিমন্যান্স। সেই সময় অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। চোটের কারণেই ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নিতে পারেননি দীপা। এর ফলে টোকিও অলিম্পিকও খেলতে পারেননি তিনি। এর পর ২০২১ সালের ১১ অক্টোবরের ডোপিং পরীক্ষায় দীপার শরীরে নিষিদ্ধ ড্রাগ হাইজেনামাইন পাওয়া যায়। ফলস্বরূপ নেমে আসে নির্বাচনের খাড়া৷ সেই সব ঝড়-ঝাপটা পেরিয়ে দীপা ফের ফিরতে চলেছেন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *