ম্যাজিস্ট্রেটের পরিবর্তে নিজেই সই, দীনেশের মনোনয়ন খারিজ কমিশনের

তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নপত্র নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগেই। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী উভয় প্রার্থীরই মনোনয়ন বাতিলের কথা বলেছিলেন। যদিও পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় দীনেশ বাজাজের মনোনয়ন বাতিলের ব্যাপারে মুখ খোলেননি। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান হল। নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন পত্র খারিজ করা হয়েছে। তার জেরেই অনুষ্ঠিত হচ্ছে না রাজ্যসভার নির্বাচন।

f4af62e54c1d6fdf121fee3151c0eac3

কলকাতা: তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নপত্র নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগেই। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী উভয় প্রার্থীরই মনোনয়ন বাতিলের কথা বলেছিলেন। যদিও পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় দীনেশ বাজাজের মনোনয়ন বাতিলের ব্যাপারে মুখ খোলেননি। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান হল। নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন পত্র খারিজ করা হয়েছে। তার জেরেই অনুষ্ঠিত হচ্ছে না রাজ্যসভার নির্বাচন।

ত্রুটির কথা তুলে সুজন চক্রবর্তী জানিয়েছিলেন, ‘ত্রুটির কারণে মৌসম বেনজির নূর এবং দীনেশ বাজাজের মনোনয়ন বাতিলের কথা বলেছিলেন। যদিও নির্বাচন হলে তৃণমূলকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। এদিকে তৃণমূলের তরফে রাজ্যসভার প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিষয় দেখার দায়িত্ব ছিল তাপস রায়, নির্মল ঘোষ এবং সমীর চক্রবর্তীর ওপর। দীনেশ বাজাজের মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠলেও ভারপ্রাপ্ত কেউই তাঁর মনোনয়নের বিষয়ে কোনও মতামত দেননি।
 

তবে মৌসম বেনজির নূরের ব্যাপারে তাঁরা একপ্রকার নিশ্চিত ছিলেন। পরিষদীয় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ‘মৌসম একটা সংস্থার শেয়ার হোল্ডার, যেখান থেকে উনি ডিভিডেন্ড পান না। তাই ওই বিষয়ে আলাদা করে কিছু জানাননি। আশা করছি, ওঁর মনোনয়ন আটকাবে না।’ আটকায়ওনি মৌসমের মনোনয়ন। কিন্তু খারিজ হল দীনেশের মনোনয়ন। যদিও একবারে শেষ মুহূর্তে যে যে নথিপত্র দেওয়া সম্ভব ছিল, তা দিয়েছিলেন বলেই দাবি দীনেশের। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরসহ মনোনয়নপত্র দাখিল করেননি তিনি, এমনই অভিযোগ উঠেছে। তার পরিবর্তে নিজেই সই করেছিলেন বলেই সূত্রের খবর। এর ফলে এই রাজ্য থেকে ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সুব্রত বক্সি, মৌসম নূর, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *