কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষের ধারা অব্যাহত রেখে নতুন বছরের শুরুতেই মন্ত্রিত্ব ছেড়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিনই ফের এই ধাক্কায় বেসামাল শাসক শিবিরকে আরও কোণঠাসা করতে তৎপর বিজেপি নেতৃত্ব। এদিন প্রাক্তন মন্ত্রীকে গেরুয়া শিবিরে আহ্বান জানালেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর রাজনীতি থেকে সাময়িক ভাবে দূরে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। এদিন পুরুলিয়া থেকে তাঁকে গেরুয়া রাজনীতিতে যোগ দানের জন্য আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি তো লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্পিরিট আছে সেটা দেশের কাজে লাগান বিজেপির মাধ্যমে।”
বস্তুত, গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পরেই লক্ষ্মীরতন শুক্লার পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। প্রকাশ্যে কিছু না বললেও সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে দলীয় নেতৃত্ব নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তিনি নাকি অভিযোগ করেছেন, তাঁর সাড়ে চার বছরের মন্ত্রিত্বের মেয়াদে তাঁর কাছে কোনোরকম ফাইল আসেনি। শুধু সই করা ছাড়া মন্ত্রী হিসাবে নাকি কোনও কাজ ছিল না তাঁর। এছাড়া আরও একাধিক বিষয়ে তাঁর প্রতি দলের চূড়ান্ত অবহেলায় বীতশ্রদ্ধ লক্ষ্মীরতন শুক্লা।
মঙ্গলবার বেলার দিকে হঠাৎই মুখ্যমন্ত্রীর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠান হাওড়ার তৃণমূল জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। দলীয় পদ এবং মন্ত্রিত্ব থেকে তাঁর ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে৷ তবে কি প্রাক-নির্বাচনী আবহে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা? এখনও পর্যন্ত এই প্রশ্নের কোনও যথাযথ উত্তর মেলেনি। রাজনীতি থেকে দূরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির আহ্বান নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি লক্ষ্মীরতনের তরফে৷