কেমন আছেন মুকুল? অস্ত্রোপচারের পর হাসপাতালে দেখতে গেলেন দিলীপ

হাসপাতালে মুকুল রায়কে দেখতে গেলেন দিলীপ ঘোষ।

2658d78f7f57dca6a81899d4b31c1857

কলকাতা: বঙ্গ বিজেপিতে মুকুল রায় এবং দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক রয়েছে প্রথম থেকেই। পরোক্ষভাবে একাধিক ইস্যুতে দুজনের মনোমালিন্যের বিষয় সামনে এসেছে। তৃণমূল থেকে আসা মুকুল রায়কে দিলীপের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তুমি মানতে পারছেন না, এমনই কানাঘুষো শোনা গিয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। তবে সে সব এখন অতীত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের মাটি আরো শক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। এবার দুজনে দেখা দিলেন একই ফ্রেমে। হাসপাতালে মুকুল রায়কে দেখতে গেলেন দিলীপ ঘোষ।

জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের গলব্লাডার অপারেশন হয়েছে। আপাতত তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচার সফল হয়েছে এমন খবর পাওয়ার পরেই তাকে হাসপাতালে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হাসপাতালে দুজনের সাক্ষাতের ছবি সামনে আসার পরেই জল্পনা সৃষ্টি হয়েছে। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কের বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। তবে শুধু দিলীপ ঘোষ তাঁকে দেখতে গেছেন এমনটা নয়, মুকুল রায়ের শারীরিক অবস্থা জানার জন্য দিল্লি থেকে গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা বারবার ফোন করেছেন তাঁকে। তবে হাসপাতালে মুকুল এবং দিলীপের সাক্ষাতে বঙ্গ বিজেপিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও, মুকুল রায়ের অসুস্থতার কথা গোপন রাখা হয়েছিল। জানা গিয়েছে, বিজেপি নেতার অপারেশনের খবর জানলে তাঁকে দেখতে হাসপাতালে ভীড় জমাতেন তাঁর অনুগামীরা, এটাই চাননি তিনি।

আপাতদৃষ্টিতে দেখতে গেলে মুকুল রায় এবং দিলীপ ঘোষের সাক্ষাৎ একেবারেই সাধারণ ব্যাপার। একজন নেতা হয়ে অন্য দলের অন্য নেতাকে হাসপাতালে দেখতে যাওয়ার ব্যাপারে বিতর্কের কিছু নেই। কিন্তু যেহেতু এই দুজন মুকুল এবং দিলীপ, তাই জল্পনা সৃষ্টি হওয়ারই কথা। কারণ বিজেপিতে যোগদান করার পর মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের যে খুব একটা বনিবনা হয়নি তা কারুর জানতে বাকি নেই। এমনকি বিভিন্ন ইস্যুতে মুকুল রায় সম্পর্কে বিতর্কিত মন্তব্যও করেছেন দিলীপ। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তাঁকে সতর্ক করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *