কলকাতা: মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কপিলমুনির আশ্রমে গিয়ে পুজোও দিয়েছেন তিনি৷ কপিলমুনি আশ্রমের প্রধান জ্ঞানদাস মহন্তকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ সেখানে আশ্রমের প্রধান মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলেও মন্তব্য করেন৷ বুধবার সেই প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘কলকাতা পুর নির্বাচনের পাপ ধুতে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মহন্ত তো আর রাজনীতি বোঝেন না। উনি সকলকেই আশীর্বাদ করেন৷’’
আরও পড়ুন- বাংলার ফের বিধিনিষেধ, কমতে পারে লোকাল, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি৷ দিলীপ বলেন, ‘‘উনি গোয়াতেই থাকুন৷ এখানে কেন আসছেন? বিমানটা কিনেছেন, সেটা ব্যবহার করতে হবে তো? ত্রিপুরার লোক ওঁকে জবাব দিয়েছে৷ গোয়াতেও ভাঙন ধরেছে৷ তৃণমূলের রূপ বেরতে শুরু করবে৷’’ মমতাকে তোপ দেগে তিনি বলেন, ‘‘মহন্ত সকলেই আশীর্বাদ করেন৷ ওঁকেও করেছেন৷ উনি তো আর জানেন না কলকাতা পুর নির্বাচনের পাপ ধুতে ওখানে স্নান করতে গিয়েছেন মমতা৷ প্রতিটি নির্বাচনে হিংসা হয়৷ রক্ত ঝরে৷ আর তার পরেই উনি কোনও না কোনও মন্দিরে যান৷ এটা ওঁর কৌশল৷’’ তিনি আরও বলেন, ‘‘গঙ্গাসাগর মেলায় অনেক পরিবর্তন আনতে হবে৷ এর জন্য ওঁর উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা৷’’
তোপ দেগে দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘শুভেন্দুবাবু দেখিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে হারাতে পারেন। সেই দুঃখটা সহ্য করতে পারছেন না। গায়ের জোরে জিততে পারেনি। হাজার হাজার গ্রুপ চলছে৷ কোন বিজেপি নেতা গ্রুপ ছাড়বেন সেই খবর কী করে পান?’’