‘তৃণমূলকে পুরো উপড়ে ফেলে দেব’, হুঙ্কার দিলীপ ঘোষের

‘তৃণমূলকে পুরো উপড়ে ফেলে দেব’, হুঙ্কার দিলীপ ঘোষের

কলকাতা:  তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ৷ ভোট করানো থেকে ভ্যাকসিন, বিভিন্ন ইস্যুতে তুলোধোনা করলেন শাসক শিবিরকে৷ বাংলা থেকে উপড়ে ফেলার হুমকি দিলেন বঙ্গ বিজেপি সভাপতি৷ 

আরও পড়ুন- ‘কেষ্টকে নজরবন্দি করলে আদালতে যাব’, বোলপুরে হুংকার মমতার!

কলকতায় ভোট নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, কলকাতায় এতদিন দাদাগিরি করে ভোট করানো হত৷ গুণ্ডারা ভোট করাতো পুলিশের সহযোগিতায়৷ পুলিশের সামনে আমাদের কর্মীদের মারধর করা হত৷ তবে পুলিশ এখন কিছুটা নিরপেক্ষ হয়েছে৷ ভয় পাচ্ছে৷ তারাও ভাবছে সরকার পাল্টে গেলে কী হবে৷ গুণ্ডারা এতদিন যে দলের জন্য করে খেয়েছে, তাদের হয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছে৷ সে কারণেই ভয় দেখানোর চেষ্টা করছে৷ আমাদের সভার মধ্যে মাইক বেঁধে দেওয়া, হুজ্জুতি করা, গন্ডোগোল করা, বোমা মারা হচ্ছে৷ 

তাঁর কথায়, এতদিন সব মুক্তাঞ্চল ছিল৷ ওরা নিজেদের মতো করে ভোট করাত৷ কে কত ভোটে জিতবে ঠিক করত৷ সেটা আর হবে না এবার৷ সাধারণ মানুষ সারা বাংলা জুড়ে ভোট করছে৷ কলকাতাতেও সেভাবে ভোট হবে৷ কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ নির্বাচন কমিশন সবটাই নজরে রেখেছে৷ পুলিশ অফিসার গন্ডোগোল করলেও সায়েস্তা করা হবে৷ এত ভয় ভীতির মধ্যেও আমরা সভা করেছি৷ তিনি বলেন, ওরা ভাবছে সারা বাংলার আইল্যান্ড কলকাতা৷ এখানে ওরা বেঁচে থাকবে৷ কিন্তু আমি বলছি, কলকাতা কেন, কোথাও বাঁচবে না তৃণমূল৷ পুরো উপড়ে ফেলে দেব৷ তাঁর কথায়, কলকাতায় এবার দাদাগিরির ভোট চলছে না৷ ছয় দফায় ১৬০ আসন পেয়ে গিয়েছে বিজেপি’র৷ এবার ২০০ করব আমরা৷   

পাশাপাশি ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন,  ভ্যাকসিন নেই বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে৷ চার কোটির বেশি ভ্যাকসিন এখনও সংরক্ষিত আছে৷ এছাড়াও তৃণমূলের লোকেদের অক্সিজেন সরবরাহ কম আছে৷ আমাদের কম নেই৷ 

আরও পড়ুন- মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছে বিজেপি! তৃণমূলের অভিযোগে উত্তপ্ত মানিকতলা

তোপ দেগে তিনি আরও বলেন, তৃণমূলের মিটিং-এ লোক হয় না৷ আর বিজেপি’র মিটিং-এ লোক হলে ওদের হিংসা হয়৷ আমরা তো আর লোক পাঠাতে পারি না৷ ওদের সভায় লোক যাচ্ছে না বলে ওরা কষ্ট পাচ্ছে৷ আমি গেলে লোক চলে আসছে৷ রাস্তায় মানুষ জড়ো হয়৷ আমরা সভায় ২০০-৩০০ চেয়ার রেখেছিলাম, যাতে এর চেয়ে বেশি লোক বসতে না পারে৷ অথচ হাজার হাজার মানুষ আসছে৷ তাহলে কি আমরা সভা বন্ধ করে দেব? ওদের লোক হয় না বলে ওরা বন্ধ করে দিয়েছে৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =