দিলীপ ঘোষের মতো ভাইরাস গোটা পশ্চিমবঙ্গে নেই! অনুব্রত উবাচ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাইরাসের সঙ্গে করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো

 

ইলামবাজার: এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাইরাসের সঙ্গে করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দল ভাঙ্গাতে বহু চেষ্টা করে আসছে বিজেপি। সম্প্রতি গেরুয়া সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ৫ জন সাংসদ নাকি বিজেপিতে আসতে চান। এই প্রেক্ষিতে সরাসরি সৌগত রায়ের নাম নেওয়া হয়েছে। অন্যদিকে পরোক্ষভাবে অনুব্রত মণ্ডলকেও ‘নিশানা’ করে রেখেছে বিজেপি। এই প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এমনকি তাঁকে ভাইরাস পর্যন্ত বলেছেন অনুব্রত।

আজ ইলামবাজারের এক কর্মীসভায় অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়, নাম না করে বিজেপি রাজ্য সভাপতি তাঁকে দলে আহ্বান জানিয়েছেন, এ বিষয়ে তার কি বলার হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুব্রত বলেন, “ও তো পুরো ভাইরাস। ওর মতো ভাইরাস গোটা পশ্চিমবঙ্গে কেউ আছে নাকি? ও আমার নাম না করে বিজেপিতে আসতে বলছে, আমি সরাসরি ওর নাম নিয়ে বলছি, তুমি তৃণমূলে এসো। আমার বুথের কর্মীর সঙ্গে মেশো।” এই পরিপ্রেক্ষিতেই অনুব্রত আরো বলেন, দিলীপ ঘোষ হচ্ছে এক ভয়ঙ্কর ভাইরাস, কিন্তু চলে আসতে চাইলে তাঁকে আগে স্যানিটাইজ করা হবে। কোনও ডোবার জলে চান করিয়ে নেব। আর ওদের তো গোবর মাখা অভ্যাস আছে, গোবর মাখিয়ে দেব। তবে সবার আগে বুধ কমিটিতে বসতে হবে দিলীপ ঘোষকে, তারপর দলে নেওয়া হবে।অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দেন তার জন্য অপেক্ষা করতেই হবে। 

উল্লেখ্য, তৃণমূলের ৫ জন সাংসদ নাকি বিজেপিতে আসতে চলেছেন! এই খবরের ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি সরগরম। তৃণমূল সাংসদরা বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন অর্জুন সিং। বিজেপি সাংসদের কথায়, ক্যামেরা সরিয়ে নিলে দেখা যাবে প্রথমেই দাঁড়িয়ে রয়েছেন সৌগত রায়। যদিও এই প্রেক্ষিতে সরাসরি মন্তব্য করে সৌগত রায় জানিয়েছেন, তিনি মরে গেলেও বিজেপিতে যাবেন না। রাজনীতি ছেড়ে দিতে পারেন, তাও বিজেপিতে যোগ দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =