মেদিনীপুর: প্রার্থী নিয়ে বিক্ষোভ হোক, কিংবা তালিকায় তারকা চমক, বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে জারি রয়েছে একাধিক তরজা। কিন্তু রাজ্যের গেরুয়া সভাপতি দিলীপ ঘোষকে এবারের বিধানসভা নির্বাচনে কেন টিকিট দেওয়া হল না তা নিয়ে যে প্রশ্ন উঠেছে সম্ভবত তা ভোটমুখী বাংলার জল্পনাকে উস্কে দিয়েছে কয়েকগুণ। তবে কি দলের অন্দরে দিলীপ ঘোষের গুরুত্ব কমে গেছে? বেড়েছে তৃণমূলত্যাগীদের প্রাধান্য? সমস্ত জল্পনার উত্তর দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী।
খড়গপুরের জনসভা থেকে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেছেন বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী। দলের প্রতি দিলীপ ঘোষের একনিষ্ঠতায় যারপরনাই অভিভূত তিনি। বলেছেন, “দলকে জেতানোর জন্য এই মানুষটি গত কয়েক বছর ধরে নিশ্চিন্তে ঘুমোননি। ভয় হামলা সত্ত্বেও কাজ করে গেছেন। দিদির ধমকেও কখনো পিছিয়ে আসেননি।”
এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “দিলীপ ঘোষের উপর অনেক হামলা হয়েছে। ওনাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে। কিন্তু উনি বাংলার উজ্জ্বল ভবিষ্যতের পণ নিয়ে এগিয়ে গেছেন।” স্বয়ং দলনেতার এহেন প্রশংসা বাণীতে উদ্বেলিত দিলীপ ঘোষ। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করছি। আমার নেতা আমার উপর খুশি হলে আমি ভাবব আমার পরিশ্রম সার্থক হয়েছে।” এরপর তাৎপর্যপূর্ণ ভাবে তিনি আরো বলেন, “এতদিন সবাই বলছিল দলের মুখ নেই, এখনই মুখ তৈরি হয়ে গেল।” দিলীপ ঘোষের এই বক্তব্য কিন্তু নিঃসন্দেহে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনাকে উস্কে দিয়েছে।
গোটা ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিন ঘাসফুল নেতা তথা বরানগরের বিধায়ক তাপস রায় বলেন, “দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একটা চাপা অসন্তোষ কাজ করছে। প্রশংসা করে তাতে খানিক মলম লাগালেন নরেন্দ্র মোদী।” বিজেপির মধ্যে আদি নব্য সংঘাত যে চরমে পৌঁছেছে যা বিজেপির প্রার্থী তালিকা থেকেই বোঝা যায়, বলেছেন তাপস রায়। ভোটের আগে তৃণমূল বিজেপি এই বাকযুদ্ধ পরিস্থিতির উত্তাপে যোগ করেছে নতুন মাত্রা।