হকারদের অনলাইন লেনদেন নিয়ে নয়া ‘দাওয়াই’ দিলীপ ঘোষের

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফার ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। পরিযায়ী শ্রমিক, হকার ছাড়াও কৃষকদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেই সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়েই 'নয়া যুক্তি' দিলীপ ঘোষের। হকারদের উদ্দেশ্যে অনলাইন লেনদেনের ওপর জোর দেওয়ার কারণ হিসেবে কেন্দ্র যে যুক্তি দিয়েছে, তার পরিবর্তে তিনি দিলেন অন্য যুক্তি।

bd01f15234004fbcba8699facb0a2eaf

কলকাতা: প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফার ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। পরিযায়ী শ্রমিক, হকার ছাড়াও কৃষকদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেই সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়েই 'নয়া যুক্তি' দিলীপ ঘোষের। হকারদের উদ্দেশ্যে অনলাইন লেনদেনের ওপর জোর দেওয়ার কারণ হিসেবে কেন্দ্র যে যুক্তি দিয়েছে, তার পরিবর্তে তিনি দিলেন অন্য যুক্তি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে উল্লেখ করেছেন পরিযায়ী শ্রমিক, হকার, কৃষকদের কথা। হকারদের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যমকে বেছে নেওয়ার কথা তিনি জানিয়েছেন। এর ফলে ব্যাঙ্কের খাতায় তাঁদের ব্যবসার লেনদেনের হিসেব থাকবে। তার ভিত্তিতেই পরবর্তীতে বেশি ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে তাঁদের। কিন্তু এই বিষয়টিকেই অন্যভাবে ব্যাখ্যা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, 'যাঁরা রাস্তার হকার আছেন বা রাস্তার দোকানদার আছেন, তাঁদের জন্য ডিজিটালে যাতে পেমেন্ট হয়, তার ব্যবস্থা সরকার করছে। কারণ টাকা পয়সা, মুদ্রা, নোটের মাধ্যমে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি রয়েছে।' তাঁর এই বক্তব্যকে ঘিরে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ভুল তথ্য পরিবেশনের অভিযোগও উঠছে রাজনৈতিক মহলে৷

কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করে এদিন তিনি বলেন, '১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি করা, কম পয়সায় বাড়ি ভাড়া পাওয়া, তাঁদের প্রত্যেকের জন্য ৫ কেজি গম বা চাল এবং ১ কিলোগ্রাম ডাল দেওয়া ইত্যাদি পদক্ষেপ করেছে কেন্দ্র।' পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপও দাগেন তিনি। তাঁর কথায়, 'আগামী দিনে এই ধরনের সমস্যা হলে বা আবারও তাঁরা যাবেন ভিন রাজ্যে কাজ করতে। তখন যাতে সমস্যা না হয় সেই জন্য এক নেশন, এক রেশন কার্ড প্রকল্প। আমি জানি না, পশ্চিমবঙ্গ সরকার এতে কতটা সহযোগিতা করবে, না হলে বাংলার লক্ষ লক্ষ ছেলেকে তাদের জন্য অসুবিধায় পড়তে হবে।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *