নন্দীগ্রাম: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণা রাজ্যে ভোট পূর্ববর্তী আবহে যোগ করেছে আলাদা তাৎপর্য। কিন্তু প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেত্রীর রাজনৈতিক টক্কর দেখার জন্য যখন মরিয়া রাজ্যবাসী, সে সময় মমতার সভার মধ্যেই উঠল বিপরীত সুর।
এদিন নন্দীগ্রামের তেখালি মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সভাস্থল থেকেই চাকরির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন একদল চাকরিপ্রার্থী। রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চাকরির দাবি করেন তাঁরা। জানা গেছে, ওই চাকরি প্রার্থীদের মধ্যে ছিলেন শিক্ষক পদপ্রার্থী ও স্বাস্থ্যকর্মীদের একাংশ।
এদিন মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের দাবি জানানোর এক অভিনব পন্থা অবলম্বন করেন চাকরি প্রার্থীরা। প্ল্যাকার্ডে তাঁরা লেখেন, ‘‘দিদি আমরা একটি করে কিডনি দিচ্ছি, বিক্রি করে চাকরি দিন৷’’ তাঁদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ চোখ এড়ায়নি সংবাদমাধ্যমের। এমনকি বিজেপির ট্যুইটার হ্যান্ডেল থেকেও তা শেয়ার করা হয় বিতর্কিত ঘটনা। কড়া ভাষায় আক্রমণও করা হয় শাসক দলকে। বিজেপির তরফে পাল্টা লেখা হয়, ‘‘আপনার ব্যর্থতার জন্যই আজ এই অবস্থা। বাংলা চায়, আপনি এবার বিদায় নিন।’’
বস্তুত, এদিন তেখালির সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষেই উঠতে থাকে আওয়াজ। একদল মহিলাকে প্ল্যাকার্ড হাতে নিয়ে বলতে শোনা যায়, ‘‘দিদি আমাদের বিষয়টা একটু দেখুন৷ না হলে আমরা আত্মহত্যা করতে বাধ্য হব।’’ অনেকে লেখেন, ‘‘দিদি আপনাকে আমরা বারবার চিঠি দিয়েছি৷ দিদিকে বলো-তে ফোন করেছি, ফলাফল শূন্য৷’’ সূত্রের খবর, তাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক পদপ্রার্থীদের একাংশ৷ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলে পড়ানোর জন্য তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে দীর্ঘ দিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় তাঁদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে৷ প্রশিক্ষণ নিয়েও ঘরেই বসে থাকতে হচ্ছে তাঁদের৷ অনিময়ের অভিযোগ তুলে ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে দিয়েছে হাইকোর্ট৷ ৬ বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও তা বাতিল, নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ ২০১৭ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর চলতি মাসের শেষে পরীক্ষা নিতে চলেছে রাজ্য৷ নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে দায়ের হয়েছে মামলা৷ ফলে, স্বাভাবিক ভাবেই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক৷
সূত্রের খবর, এদিন একদল স্বাস্থ্যকর্মীও এদিন তাঁদের বকেয়া ভাতার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান মুখ্যমন্ত্রীর সামনে। অবশ্য মুখ্যমন্ত্রীর পাশেই আছেন বলে জানিয়েছেন এই সব চাকরিপ্রার্থীরা। শুধুমাত্র তাঁদের দিকে যাতে মুখ্যমন্ত্রীর নজর পড়ে সেই উদ্দেশ্যেই এই কাজ করেছেন তাঁরা। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে শেয়ার হওয়ার লাইভ ফুটেজে৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সভার লাইভ ফুটেজ, চাকরিপ্রার্থীদের দাবি দেখুন ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে৷