উলুবেড়িয়া: দ্বিতীয় দফার ভোট গ্রহণ নিয়ে যে নন্দীগ্রাম কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে, সেই নন্দীগ্রাম প্রসঙ্গ বৃহস্পতিবার বারবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। নন্দীগ্রামের বয়ালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উলুবেড়িয়ার সভায় প্রধানমন্ত্রী জানালেন, “হার মেনে নিয়েছেন দিদি।” ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে এসে মমতা ভুল করেছেন বলেও দাবি করলেন বিজেপি সুপ্রিমো।
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রত্যাশা মতোই রণক্ষেত্র হয়ে উঠেছে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। বৃহস্পতিবার বেলা বাড়তেই নন্দীগ্রামের বয়ালের বুথ কেন্দ্রে গিয়ে ৮০ শতাংশ ছাপ্পা ভোটের অভিযোগ করেন মমতা। এই নিয়ে আদালতে যাওয়ার কথাও জানান তিনি। যদিও এমন কোনও অভিযোগ করেননি নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তার মতে, শান্তিপূর্ণভাবেই হয়েছে নন্দীগ্রামের ভোটগ্রহণ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কার্যকলাপকে কটাক্ষ করে উলুবেড়িয়ার সভা থেকে মোদী বলেন, “নন্দীগ্রামে যা হল তা থেকে স্পষ্ট দিদি হার মেনে নিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে।” যদিও সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিকট্রি’ সাইন দেখিয়ে জানিয়েছেন, “নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল। মানুষের আশীর্বাদে আমিই জিতব।” তৃণমূল সুপ্রিমো আরও জানিয়েছেন, “আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি গণতন্ত্র নিয়ে চিন্তিত।”