বারাণসীতে আসুন কাশীর মানুষ আপনাকে দিল্লি যেতে দেবে না, মমতাকে বিঁধলেন নমো

বারাণসীতে আসুন কাশীর মানুষ আপনাকে দিল্লি যেতে দেবে না, মমতাকে বিঁধলেন নমো

সোনারপুর: বঙ্গ ভোটের বর্ধিত উত্তাপ আর আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে তৃণমূলের একটি টুইট৷ যেখানে মোদীর আক্রমণের জবাবে নন্দীগ্রাম ছাড়া অন্য কোনও কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা যেমন খারিজ করা হয়েছে, তেমনই ২০২৪-এ লোকসভা ভোটে বারাণসীতে বড় পরিবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়েছে৷ এর পর থেকেই জোড় জল্পনা আগামী লোকসভায় বারাণসী থেকে লড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সোনারপুরে এসে তাঁর বারাণসী থেকে প্রার্থী হওয়ার নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী৷  

আরও পড়ুন-  ‘ছাপ্পা ভোট দিতে পারছেন না বলেই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন দিদি’, খোঁচা মোদীর

তিনি বলেন, তৃণমূলে শুনছি আজকাল একটা বিষয়ে আলোচনা চলছে৷ তৃণমূলে যে গুটিকয়েক সমঝদার লোক রয়েছেন তাঁরা দিদির নন্দীগ্রাম যাওয়া নিয়ে চর্চা করছেন৷ তাঁর কথায়, মমতা সৎ পরামর্শ দেওয়া লোকের চেয়ে অসৎ পরামর্শ দেওয়া লোকের মাঝখানেই বেশি থাকেন৷ তাই ভুল পরামর্শদাতারা প্রথমে দিদিকে আর দিদির স্কুটিকে নন্দীগ্রামে পাঠালেন৷ এবার দিদির লোকজন বলছে দিদি নাকি বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়বেন৷ তাঁর কথায়, এই বক্তব্য শোনার পর দুটি কথা স্পষ্ট হয়ে গিয়েছে৷ প্রথমত দিদি বাংলায় নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন৷ সেকারণেই উনি বাইরে যাওয়ার কথা ভাবছেন৷ আর দ্বিতীয়ত, বাংলার বাইরে নিজের জন্য জায়গা খুঁজতে শুরু করেছেন তিনি৷ তাঁর তোপ, বিধানসভায় হারার পর লোকসভায় ভাগ্য যাচাই নিশ্চয়ই করবেন দিদি৷ আমাদের সরকার বারাণসীতে অনেক সংস্কার করেছে। কে বলতে পারে, সে জন্যই হয়তো আপনার মন এখন বারাণসীর দিকে ঘুরে গিয়েছে। 

আরও পড়ুন- ‘দিল্লি থেকে ক্লাইভ এসেছে বাংলা দখল করতে,’ নমোকে তীব্র কটাক্ষ ফিরহাদের

খোঁচা দিয়ে নমো আরও বলেন, আপনাকে আরও একটা কথা বলতে চাই। আমার বারাণসীর লোক, কাশীর লোক, উত্তরপ্রদেশের মানুষ এক বড় মনের মানুষ যে আপনাকে বহিরাগত বলবে না। পর্যটকও বলবে না৷ আমার কাশীর মানুষের মনও বাংলার মানুষের মতোই উদার৷ তবে ওখানে আপনি তিলক টানা টিকিওয়ালা লোক অনেক পাবেন৷ এখানে আপনি জয় শ্রীরাম শুনে রেগে যান৷ ওখানে ২ মিনিট বাদে বাদেই হরহর মহাদেব শুনতে পাবেন৷ তখন আপনি কী করবেন? কার উপর রাগ করবেন? তাই আপনার কাছে একটাই আবেদন৷ বারাণসী, উত্তরপ্রদেশের মানুষের উপর রাগ করবেন না দিদি৷ ওখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে৷ আপনাকেও অনেক স্নেহ দেবে৷  আর আপনাকে দিল্লি যেতে  দেবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *