তমলুক থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে দিব্যেন্দুর গাড়ি, কেমন আছেন সাংসদ?

তমলুক থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে দিব্যেন্দুর গাড়ি, কেমন আছেন সাংসদ?

কলকাতা: বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারী। কাঁথি থেকে কিছুটা দূরে ১১৬বি জাতীয় সড়কের কাছে মারিশদা থানার লোকাল বোর্ড স্টপেজের অনতিদূরে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, একটি ট্রাককে ওভারটেক করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তমলুকের সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর গাড়ি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হলদিয়া থেকে কাঁথির ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন দিব্যেন্দু। মারিশদা ও কাঁথির মাঝামাঝি জায়গায় দ্রুত গতিতে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল দিব্যেন্দুর কনভয়টি। গাড়িটি ওই ট্রাকটিকে ওভারটেকও করে যায়৷ কিন্তু সামনে কোনও রাস্তা না পেয়ে আচমকাই প্রচণ্ড গতিতে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে দিব্যেন্দুর গাড়ি। গাড়িতে প্রবল ঝাঁকুনিতে চোট পান শুভেন্দুর ভাই৷ যদিও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সাংসদ। চালকের তৎপরতায় গাড়িটি নয়নজুলিতে না পড়ে দাঁড়িয়ে যায় রাস্তায় ধারে। এর পরেই দিব্যেন্দুকে কাঁথির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। হাতে ও বুকে ধাক্কা লেগেছে তাঁর। বুড়ো আঙুলেও চোট পেয়েছেন দিব্যেন্দু৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =