পুরনিয়োগ: নথির খোঁজে অভিষেক গড় ডায়মন্ড হারবারের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে হানা দিল CBI

পুরনিয়োগ: নথির খোঁজে অভিষেক গড় ডায়মন্ড হারবারের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে হানা দিল CBI

97f1a8e5be04ae58b9a16ed913fd2bab

কলকাতা: রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে পৌঁছল সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলার মীরা হালদারের বাড়িতে তল্লাশি শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা। বেশ কিছু নথির খোঁজ নিতেই এই অভিযান৷ 

সোমবার সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন চেয়ারপার্সন মীরার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সেই সময় বাড়িতেই ছিলেন মীরা। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা৷ পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। 

২০১৬ সালে ডায়মন্ত হারবার পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতির হয় বলে অভিযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওই নিয়োগ হয়েছিল বলে জানতে পেরেই এদিন তথ্যের খোঁজে তল্লাশি অভিযানে নামে তদন্তকারী সংস্থা। সেই সময় পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা হালদার। তাঁর কাছে ওই সময়কালে নিয়োগ সংক্রান্ত নথির সন্ধান পেতেই হানা দিয়েছে সিবিআই। পুর নিয়োগে মীরার ভূমিকা কী ছিল, সে বিষয়ে জানতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *