আলিয়া-রণবীরের ছবিতে ঠোঁটে ঠোঁট ধর্মেন্দ্র-শাবানার, অনুভূতি কেমন? জানালেন অভিনেতা

আলিয়া-রণবীরের ছবিতে ঠোঁটে ঠোঁট ধর্মেন্দ্র-শাবানার, অনুভূতি কেমন? জানালেন অভিনেতা

মুম্বই:গতকাল, অর্থাৎ ২৮ জুলাই মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি।’ রণবীর-আলিয়ার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রের মতো তারকারাও। এই ছবিতে প্রেম থাকলেও একেবারেই পারিবারিক ছবি। তরুণ প্রজন্মের পাশাপাশি গুরুত্ব পেয়েছে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরাও। ছবিতে রণবীর-আলিয়ার রসায়নে বুঁদ দর্শকদের নজর কেড়েছে রকি ও রানির দাদু-ঠাকুমাও। যে ভূমিকায় রয়েছেন শাবানা আজমি এবং ধর্মেন্দ্র। বয়স হলেও এই ছবিতে শাবানার ঠোঁটে ঠোঁট রেখেছেন অভিনেতা। যা নিঃসন্দেহে দর্শকদের কাছে একটা বড় চমক। তবে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷  অবশেষে চুমু নিয়ে মুখ খুললেন অভিনেতা৷ 

তবে এটাই প্রথম নয়৷ এর আগে বড় পর্দায় ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র৷ সেখানে বিপরীতে ছিলেন নাফিসা আলি৷ এ বার শাবানার ঠ‌োঁটে ঠোঁট রাখলেন অভিনেতা। এত বয়সে পৌঁছে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। যদিও বর্ষীয়ান অভিনেতার মতে, ভালবাসার কোনও বয়স হয় না। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, যে কোনও বয়সের মানুষই তাঁর ভালবাসার মানুষের প্রতি অনুভূতি জাহির করতে পারেন। এই দৃশ্যে শুট করার সময় আমি কিংবা শাবানা, কেউই বিন্দুমাত্র অস্বস্তি অনুভব করিনি।’’ একইসঙ্গে নাফিসা আলির সঙ্গে চুম্বনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘‘শেষ বার যখন নাফিসাকে চুম্বন করি, দর্শক সাদরে তা গ্রহণ করেছিলেন। তবে সব সময় আগের বারের তুলনায় ভাল করার একটা চাপ তো থাকেঅ।’’ এ কথা বলেই হেসে ফেলেন ধর্মেন্দ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =