‘যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা সকলে গ্রেফতার হবেন’, রাতভোর সন্দেশখালি টহল দিয়ে বললেন ডিজি

‘যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা সকলে গ্রেফতার হবেন’, রাতভোর সন্দেশখালি টহল দিয়ে বললেন ডিজি

rajeev kumar

কলকাতা: যদি কেউ আইন ভেঙে থাকেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার আরও এক বার স্পষ্ট ভাবে এ কথা জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার গভীর রাত পর্যন্ত সন্দেশখালির অলিগলি বাইক নিয়ে টহল দিয়েছেন তিনি৷ বৃহস্পতিবার সকালেও এলাকায় টহল দিতে বেরিয়ে পড়েন তিনি। পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে সোজা ধামাখালীর লঞ্চ ঘাটের পথে রওনা দেন তিনি। সেখান থেকে লঞ্চে চেপে যান ছোট শেয়ারা এলাকার দিকে। ছোটা শেয়ারা ঘুরে দেখে তিনি ফিরে আসেন সন্দেশখালিতে।  সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন, “মানুষ আমাদের সঙ্গে যেন সহযোগিতা করেন। কেউ নিজের হাতে আইন যেন তুলে না নেয়। যারা যারা আইন ভেঙেছেন তাঁদের সকলকে গ্রেফতার করা হবে।” তিনি আরও বলেন, তাঁর সংযোজন, “কারও কোনও সমস্যা বা অভিযোগ থাকলে আমদের জানান৷ আমরা রয়েছি সেগুলির সমাধান করার জন্য।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =