dev
কলকাতা: ইডির তলবে সাড়া৷ রাজধানী দিল্লিতে পৌঁছলেন অভিনেতা-সাংসদ দেব। গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ইডি-র সদল দফতরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। দেব ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। সেই মতোই বুধবার সকাল ১১টায় ইডির সদর দফতরে পৌঁছে যান দেব।
দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। তৃণমূল সাংসদ জানান, তদন্তে সহযোগিতা করবেন বলেই শুটিং বাতিল করে তিনি দিল্লিতে ইডির সদর দফতরে যাচ্ছেন। সেই সঙ্গে তাঁর দাবি, তিনি কোনও অপরাধ করেননি৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, আসন্ন লোকসভা ভোটে তিনি ফের তৃণমূল প্রার্থী হবেন, এটা স্পষ্ট হতেই কি এই তলব বলে মনে করছেন? জবাবে ঘাটালের সাংসদ জানান, তিনি এখনই এই প্রশ্নের জবাব দিতে চান না। তবে তিনি জোড় গলা. বলেন, ‘‘চুরি করিনি, তাই ভয়ও নেই। যত বার ইডি ডাকবে, আসব। আজও শুটিং বাতিল করেই এসেছি।’’