ব্যোমকেশ মুক্তির আগে ভবতারিণী দর্শনে দেব, গর্ভগৃহের ছবি দিতেই কটাক্ষ, ‘তারকাদের জন্য সব ছাড়’

ব্যোমকেশ মুক্তির আগে ভবতারিণী দর্শনে দেব, গর্ভগৃহের ছবি দিতেই কটাক্ষ, ‘তারকাদের জন্য সব ছাড়’

কলকাতা: ছবি মুক্তির আগে সাফল্যের আশায় তারকাদের ভগবানের দুয়ারে যাওয়ার রীতি বহুদিনের৷ এবার সেই ছবি দেখা গেল কলকাতায়৷ 

আজ, শুক্রবার ১১ অগাস্ট মুক্তি পেয়েছে অভিনেতা সাংসদ দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। দেবকে ব্যোমকেশ হিসাবে অনেকেই মানতে পারছিলেন না৷ তার উপর সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র ও অজিত হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের নাম নিয়েও বেশ বিতর্ক হয়৷ তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে হিট হয় ছবির ট্রেলার। এবার পরীক্ষা প্রেক্ষাগৃহে৷ তাই শুক্রবার সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে ছুটলেন দেব৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগও করে নেন তিনি। 

আজ সকলে তৃণমূলের তারকা সাংসদ পৌঁছে যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। পরনে ছিল নীল রঙের পঞ্জাবি, হাতে পুজোর ডালা। কপালে সিঁদুরের টিপ। একেবারে গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি। আবার তাঁকে দেখা গেল শিবলিঙ্গে জল ঢালতে। ক্যাপশনে লিখলেন, ‘সবার ভালো হোক #harharbyomkesh।’

তবে দেবের এই পোস্টে নতুন করে বিতর্কের ঝড়। কারণ দক্ষিণেশ্বরের মন্দিরে গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই সাধারণ মানুষের। বাইরে দাঁড়িয়েই ঠাকুর দর্শন করতে হয় সকলকে। দেবের ছহি দেখে একজন লিখলেন, ‘তারকা বলেই কি ভিতরে ঢুকে ঠাকুরের সঙ্গে ফোটো তুলেছে। আর সাধারণ মানুষকে একটু ভালো করে ঠাকুর দর্শণেরও সুযোগও দেয় না কতৃপক্ষরা।’ অপর এক ইউজার লিখলেন, ‘তারকাদের জন্য সব ছাড়। এদিকে সাধারণ মানুষরা মোবাইলই ভিতরে নিয়ে যেতে পারে না। ফটো তোলা তো ছাড়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =