দশাশ্বমেধ ঘাটের মতো দেব দীপাবলি এ বার কলকাতায়, উৎসবে আমন্ত্রণ মমতাকেও

দশাশ্বমেধ ঘাটের মতো দেব দীপাবলি এ বার কলকাতায়, উৎসবে আমন্ত্রণ মমতাকেও

6e0ef4c25126d921d2d1940bb088dbe5

কলকাতা: বারাণসীর গঙ্গা ঘাটের অনুকরণে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে গঙ্গারতি৷ এ বার দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও পালিত হবে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে দেব দীপাবলি উৎসব পালিত হবে। ওই উৎসবে আমন্ত্রিতের তালিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  কলকাতা পুরসভার তরফে নবান্নে আমন্ত্রণপত্র পাঠানো হবে বলেও জানা গিয়েছে৷ 

মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো দেব দীপাবলি উৎসবে যোগদান করতে পারেন, সে দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এদিকে, শুরু হয়ে গিয়েছে উৎসবের তোরজোড়। জানা যাচ্ছে, প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে গঙ্গার ঘাট। দেব দীপাবলি উৎসব উপলক্ষে ফি বছর কার্তিক পূর্ণিমায় আলোয় ঝলমল করে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয় এই সময়৷ এই উৎসবের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। তিনি নিজেও দেব দীপাবলি নিয়ে ‘উৎসাহী’। এক বার জাপানের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসাবে ওই অনুষ্ঠান দেখার জন্য নিয়ে গিয়েছিলেন৷ এবার বারণসীর এক টুকরো ছবি দেখা যাবে খাস কলকাতায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *