কলকাতা: সকাল ১১টা৷ সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে পৌঁছন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব৷ টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল চারটের সময় নিজাম প্যালেস থেকে হাসি মুখে বেরিয়ে আসেন তিনি৷ জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে৷ সেই সঙ্গে তাঁর আশা, আর হয়তো ডাকা হবে না তাঁকে৷
আরও পড়ুন- ছাপ্পা হতেই পারে! কিন্তু… ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক
এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমিখি হন দেব৷ তিনি বলেন, ‘‘আমার কাছে যা যা জানতে চাওয়া হয়েছিল, সবটাই জানিয়েছি৷ সব প্রশ্নের উত্তর দিয়েছি৷’’ তিনি জানান, এদিন এনামুল হককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে৷ দেব জানিয়েছেন তিনি এনানুলকে চেননই না৷ তাঁর কাছ থেকে কোনও উপহার নেওয়া তো দূরের বিষয়৷ দেবের কথায়, ‘‘এক জনকে চিনি কি না, তা নিয়েই আলোচনা হয়েছে৷ আমাকে আর ডাকা হয়নি৷ মনে হয় আর ডাকা হবে না৷’’ জানা গিয়েছে, এদিন দু’দফায় জেরা করা হয় অভিনেতা সাংসদকে৷
এদিন নীল জামা আর কালো ট্রাউজার পরে সিবিআই দফতরে এসেছিলেন দেব৷ হাতে ছিল হলুদ জ্যাকেট৷ ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে সাংসদ হন৷ গত বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে দেবকে একটি নোটিস পাঠানো হয়৷ ওই নোটিসে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সেই নোটিস মেনেই এতদিন হাজিরা দেন দেব৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>