করোনা-টিকার দাম কত? টিকা নিতে কী কী লাগবে? জেনে নিন বিস্তারিত

করোনা-টিকার দাম কত? টিকা নিতে কী কী লাগবে? জেনে নিন বিস্তারিত

4f1b6bdf02300233ed983dffb4332e20

কলকাতা: আজ পয়লা মার্চ থেকে দেশব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ কর্মসূচি। প্রথম পর্যায়ে করোনা যোদ্ধাদের প্রত্যেককে টিকাদানের পর এবার দ্বিতীয় পর্যায়ে ৪৫ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কো-মর্বিডিটি থাকা নাগকরিকদের টিকা দেওয়ার সূচনা হল সোমবার থেকে। সরকারি এবং বেসরকারি, দুরকম নির্দিষ্ট সংস্থা থেকেই মিলবে এই পর্যায়ে করোনা ভাইরাসের টিকা। তবে টিকা নেওয়ার জন্য গ্রাহকদের আগেভাগে না নথিভুক্ত করা ভীষণ জরুরি। এবার কোন কোন কো-মর্বিডিটি থাকলে মিলবে টিকা? টিকা পাওয়ার জন্য কিই বা করতে হবে? দেখে নেওয়া যাক একনজরে:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্ধারিত ২০টি কো-মর্বিডিটি থাকলেই এই পর্যায়ে টিকা পাবেন ৪৫-৫৯ বছর বয়সের নাগরিকরা। হার্ট ফেলিয়োর নিয়ে গত এক বছর ধরে হাসপাতালে ভরতি থাকা রোগী, পোস্ট কার্ডিয়াক ট্রা্ন্সপ্ল্যান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস লাগানো রোগী, ডায়াবেটিস (১০ বছরের বেশি বা জটিলতা-সহ) এবং চিকিৎসা চলতে থাকা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগা নাগরিক, ব্লাড ক্যানসার বা মায়েলোমা বা লিম্ফোমা রোগযুক্ত নাগরিক, গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতা গত দু’বছরে হাসপাতালে ভরতি (FEV1<50%) এবং পাকস্থলীর জটিল রোগ বা জটিল সিরোসিস সহ ২০ টি কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরা এই পর্যায়ে টিকা পাবেন৷

সরকারি হাসপাতালে টিকা নিলে তা পাওয়া যাবে বিনামূল্যে। কিন্তু কোনো নাগরিক বেসরকারি হাসপাতালে টিকা নিতে চাইলে টিকার দাম বাবদ সর্বোচ্চ ১৫০ টাকা এবং পরিষেবা খরচ বাবদ সর্বোচ্চ ১০০ টাকা দিতে হবে। টিকা নেওয়ার ক্ষেত্রে ‘কো-উইন ২.০’ অ্যাপ (Co-Win app) বা ‘কো-উইন’ ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্দিষ্ট জায়গায় গিয়ে টিকার জন্য আবেদন করা যাবে।

সরকারি ও বেসরকারি টিকাকরণ কেন্দ্রে সপ্তাহের প্রতিটি কর্মদিবসে দুপুর ৩টা পর্যন্ত টিকাদান করা হবে। কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত দেশের প্রায় ১৬০০০ বেসরকারি হাসপাতাল থেকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ১৬০০০ বেসরকারি হাসপাতালের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে মোট ১১টি হাসপাতাল। করোনা প্রতিষেধক ‘কোভিশিল্ড’ বা ‘কো-ভ্যাকসিন’-এর প্রথম ডোজ নেওয়ার পর গ্রাহককে একটি ‘কিউআর কোড’ (QR Code) সম্বলিত শংসাপত্র প্রদান করা হবে। জানা গেছে, দ্বিতীয় ডোজ দেওয়ার পরও এরকম একটি শংসাপত্র দেওয়া হবে। নির্ধারিত ২৮ দিনের মাথায় দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার তারিখ ও সময় গ্রাহকের মোবাইল নাম্বার ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *