যাদবপুরে ডেঙ্গি আক্রান্ত একাধিক পড়ুয়া, সংক্রমণের ভয়ে চালু হতে পারে অনলাইন ক্লাস

যাদবপুরে ডেঙ্গি আক্রান্ত একাধিক পড়ুয়া, সংক্রমণের ভয়ে চালু হতে পারে অনলাইন ক্লাস

dengue

কলকাতা: যাদবপুরে ডেঙ্গিহানা। একসঙ্গে ডেঙ্গি আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ৮-৯ জন পড়ুয়া৷ সংক্রমণের ভয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খালি করার কথা ভাবনাচিন্তা করছে কর্তৃপক্ষ৷ প্রয়োজনে পড়ুয়াদের অনলাইনে ক্লাস করানোর কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে৷ 

করোনাকালের মতো ফের বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু করা নিয়ে জল্পনা বাড়ছে৷  মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অস্থায়ী উপাচার্য যা বললেন, তাতে এই জল্পনাই জোরালো হচ্ছে। অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ এদিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৮-৯ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত। এই পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়ে অনলাইনে ক্লাস করা যেতে পারে। 

উপাচার্যের কথায়, “‘আমাদের মেডিক্যাল সুপারের প্রস্তাব, হস্টেলে পড়ুয়ারা না থাকলেই ভাল৷ কেননা, এখানে আমাদের সেই পরিকাঠামো নেই। সে কারণেই আমরা ভাবছি, ছাত্রছাত্রীরা  বাড়ি থেকেও অনলাইনে ক্লাস করতে পারে।” হাইব্রিড মোডেও ক্লাস করা যেতে পারে বলে উল্লেখ করেছেন উপাচার্য। তবে সেই পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ে কতটা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যজুড়ে বেড়ে চলেছে ডেঙ্গির দাপট৷ যাদবপুরে ডেঙ্গি পরিস্থিতি যে উদ্বেগজনক সে কথা আগেই উল্লেখ করেছিলেন ডেপুটি মেয়র। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সামনে অনেক পরীক্ষা আছে। তবে এই মুহূর্তে আবাসিকদের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই পর্যান্ত ব্যবস্থা নিতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *