ayodhya
অযোধ্যা: রামমন্দির উদ্বোধনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে৷ প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন, আগামী বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা হবে৷ মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’র সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় রয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। ওই দিন শহরে জনজোয়ার আসতে চলেছে বলে আশঙ্কা অযোধ্যা প্রশাসনের৷ ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে৷ অযোধ্যার হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, শহরের বেশির ভাগ হোটেলই নাকি তিন দিনের জন্য বুকিং হয়ে গিয়েছে। রামমন্দির উদ্বোধনের আড়াই মাস বাকি থাকতেই ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। হোটেল মালিকরা জানাচ্ছেন, আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে, তাই তার আগের দিন অর্থাৎ ২১ তারিখ থেকে পরের দিন ২৩ জানুয়ারি পর্যন্ত হোটেল বুকিং করে রাখছেন পর্যটকরা। আর হোটেলের ঘরের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে দামও৷
অমিত মিশ্র নামে এক হোটেলের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে ভাবে হোটেল বুকিংয়ের ধুম পড়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে, রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় কতটা মানুষের সমাগম হতে চলেছে। তবে হোটেলিগুলিও যে পর্যটকদের স্বাগত জানাতে পুরোদমে প্রস্তুত, সে কথাও উল্লেখ করেছেন অমিত। দর্শনার্থীদের সুবিধার্থে যাবতীয় বন্দোবস্ত সেরে রাখতে চাইছেন হোটেল মালিকরা।
এদিকে, হোটেল বুকিং-এর হিড়িক বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাড়াও৷ হোটেল মালিকরা মনে করছেন, মন্দির উদ্বোধনের সময় কোনও কোনও হোটেলে এক রাতের জন্য গুনতে হতে পারে ২০ হাজার টাকা ঘর ভাড়া৷ সাধারণ সময় যেখানে দিতে হয় খুব বেশি হলে ২০০০ টাকা৷ অযোধ্যার যে হোটেলগুলির ভাড়া সারা বছর ১৫০০-২০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, আগামী বছরের ২০-২৫ জানুয়ারির মধ্যে সেই ভাড়াই ১০-২০ হাজার টাকায় পৌঁছ যেতে পারে।