দুর্নীতি রুখতে বাতিল হোক বড় নোট, কেন্দ্রের মত জানতে চাইল আদালত

দুর্নীতি রুখতে বাতিল হোক বড় নোট, কেন্দ্রের মত জানতে চাইল আদালত

 নয়াদিল্লি:  চারিদিকে বেড়ে চলেছে দুর্নীতি৷ এই পরিস্থিতিতে একগুচ্ছ প্রস্তাব-সহ দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে৷ সেই প্রস্তাব মেনে কি এবার ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট ফিরিয়ে নেওয়া হবে? হাই কোর্টে মামলাকারীর দাবি, ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট ফিরিয়ে নেওয়া হোক। এই বিষয়ে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের অভিমত জানতে চাইল দিল্লি হাই কোর্ট।

দিল্লির উচ্চ আদালতে এই মামলাটি করেছেন আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। দুর্নীতিতে রাশ টানতে তিনি যে প্রস্তাবগুলি দিয়েছেন, সেগুলি হল- নগদে ১০ হাজার টাকার বেশি লেনদেন নয়। ৫০ হাজার টাকার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হোক। এইসঙ্গে ১০০ টাকার বেশি অর্থমূল্যের যাবতীয় নোট তুলে নেওয়া হোক। অশ্বিনীকুমারের আরও আবেদন, দুর্নীতি মোকাবিলায় বিমান বা রেল টিকিট, বিদ্যুৎ ও গ্যাসের বিল কিংবা পুরসভার কর প্রভৃতি ক্ষেত্রে যেন ১০ হাজার টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ করা হয়। অনলাইন শপিংয়ের বিষয়েও একই মত জাহির করেছেন তিনি৷ 

বিশিষ্ট আইনজীবীর আক্ষেপ, “ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হওয়া সত্ত্বেও, স্বাধীনতার এত বছর পরেও দেশের কোনও জেলা ঘুষ, কালো টাকা, বেনামি লেনদেন, অসামঞ্জস্যপূর্ণ সম্পদ, কর ফাঁকি, অর্থপাচারের অপরাধের থেকে মুক্ত নয়।” এই পরিস্থিতি বদলাতেই একগুচ্ছ প্রস্তাব সহ আদালতের দ্বারস্থ হয়েছেন অশ্বিনীকুমার। তাঁর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই দিল্লির পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার কী ভাবনাচিন্তা করছে, তা জানতে চেয়েছে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ। আগামী অগাস্ট মাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷