করোনা রুখতে ‘ডাহা ফেল’ মমতা! এগিয়ে কোন মুখ্যমন্ত্রী? বলছে Times Now সমীক্ষা

করোনা রুখতে ‘ডাহা ফেল’ মমতা! এগিয়ে কোন মুখ্যমন্ত্রী? বলছে Times Now সমীক্ষা

নয়াদিল্লি:  করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ লড়াইয়ে আমআদমির চোখে ‘সুপারহিট’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অধিকাংশ দেশবাসীর জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি৷ টাইমস নাও এবং  ORMAX Media-র সমীক্ষা বলছে, এপ্রিল ২০১৯ থেকে মে ২০২০-র মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ৭.১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭.৯৷ টাইমস নাওয়ের সমীক্ষায় রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রীদের সাফল্যের তালিকাও প্রকাশ করা হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে যেখানে লকডাউন করতে অনেক দেরি করেছিলেন, সেখানে ভারতে করোনা মাথাচারা দেওয়ার কিছু দিনের মধ্যেই লকডাউনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন নমো৷ সংক্রমণ রুখতে এই পদক্ষেপ ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে দেশ৷ বেড়েছে ডবলিং রেটের সময়, কমেছে মৃত্যুর হার৷ বিজেপি’র  মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘‘সারা দেশের প্রধান অভিভাবক এখন নমো৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও দিল্লিবাসীর যথেষ্ট সমর্থন পেয়েছেন৷ এই সংকটের মুহূর্তে রাজনীতির থেকে যে মানুষের জীবন বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সত্যিটা উপলব্ধি করতে পেরেছেন তিনি৷’’

করোনা প্যানডেমিক মোকাবিলায় কেমন কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা? মুখ্যমন্ত্রীদের কাজে কতটা সন্তুষ্ট শহুরে ভারত৷ এই বিষয়টি খতিয়ে দেখতেই দেশের ছ’টি মেট্রো সিটিতে সমীক্ষা চালায় টাইমস নাও৷ সেই সমীক্ষাতেই উঠে এলো মেট্রো সিটির অভিমত৷

অরবিন্দ কেজরিওয়াল (দিল্লি) – করোনা পরিস্থিতি মোকাবিলায় অরবিন্দ কেজরিওয়ালের কাজে বেশ সন্তুষ্ট রাজধানীর মানুষ৷ জনপ্রিয়তার দৌড়ে অনেকটাই বাজিমাত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ নিজের কাজে ৬৫ শতাংশ দিল্লিবাসীর মন জিতে নিয়েছেন তিনি৷ আম আদমি পার্টির বিধায়ক রাঘব চাদ্দা জানান, ‘‘প্রতি ১০ লক্ষের মধ্যে ২,৪০০ জনের কোভিড-১৯ টেস্টিং করাতে পেরেছে আপ সরকার৷ সংখ্যার নিরিখে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি৷’’  করোনা প্যানডেমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে দিল্লি অন্যতম৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত দিল্লিতে করোনা পজেটিভের সংখ্যা ৬,৩১৮ জন৷  মৃত্যু হয়েছে ৬৮ জনের৷ 

বিএস ইয়েদুরাপ্পা (বেঙ্গালুরু)-  বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা পেয়েছেন ৫৬ শতাংশ বেঙ্গালুরু বাসীর ভোট৷ কর্ণাটকের রাজধানী শহরে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১৬৯৷ দিল্লি বা মুম্বইয়ের মতো মেট্রো সিটির তুলনায় দক্ষিণের এই শহরে আক্রান্তের সংখ্যা নেহাতই কম৷ কর্ণাটকে মোট কোভিড পজেটিভ ৭৫৩৷ মৃত্যু হয়েছে ৩০ জনের৷ 

কেসিআর (হায়দরাবাদ)- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও পেয়েছেন ৪৯ শতাংশ হায়দরাবাদীর সমর্থন৷ শনিবার পর্যন্ত সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,১৩৩৷ মৃত্যু হয়েছে ২৯ জনের৷ 

এডাপ্পাডি পালানিস্বামী (চেন্নাই)- রাজ্য রাজধানী চেন্নাইয়ের ৪০ শতাংশ মানুষ মনে করছেন করোনা দমনে সঠিক পথেই এগোচ্ছেন মুখ্যমন্ত্রী এডাপ্পাডি পালানিস্বামী৷ করোনা প্যানডেমিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার রাজ্যের মধ্যে অন্যতম তামিলনাড়ু৷ আক্রান্ত ৬,০০০-এর বেশি মানুষ৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪,৩৬১৷ তবে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৬০৫ জন৷

উদ্ধব ঠাকরে (মুম্বই)- সারা দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে৷ করোনা বিরোধী এই লড়াইয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছে  ৩৫ শতাংশ মুম্বইবাসীর সমর্থন৷ শুধুমাত্র বাণিজ্য নগরীতে করোনা পজেটিভ ১২,০০০৷  মৃত ৩০০-র বেশি করোনা রোগী৷ 

মমতা বন্দ্যোপাধ্যায় (কলকাতা)- করোনা প্যানডেমিকের বিরুদ্ধে এই লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে শহর কলকাতার মাত্র ৬ শতাংশ মানুষের সমর্থন৷ সমীক্ষা বলছে, ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম মানুষের সমর্থন পয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

যদিও করোনা মোকাবিলায় প্রথম থেকেই পথে নেমে কাজ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাজারে গিয়ে নিজের হাতে লক্ষণরেখা টেনে মানুষকে সচেতন করার পাশাপাশি থেকে বন্দোবস্ত করেছেন রেশনের৷ কিন্তু টেস্টিং নিয়ে রাজ্যবাসীর মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ৷ রেশন দুর্নীতি নিয়েও সুর চড়াচ্ছেন বিরোধীরা৷ অন্যদিকে  উঠেছে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগও৷ সবর হয়েছেন খোদ রাজ্যপাল৷ সব মিলেয়ে টাইমস নাও-এর সমীক্ষায় এই যুদ্ধে অনেকটাই সমর্থন হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও বিস্তারিত পড়ুন- https://www.timesnownews.com/india/article/pm-modis-covid-19-leadership-echoes-delhi-gives-kejriwal-thumbs-up-finds-times-now-survey/589458 এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =