arvind kejriwal
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ১৫ দিনের জন্য তাঁকে জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকাী সংস্থা দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে না চাওয়ায় তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত৷ আগামী ১৫ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আবগারি দুর্নীতির অভিযোগে ধৃত কেজরিওয়ালকে। মুখ্যমন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগ তুলেই তাঁর ১৫ দিনের জেল হেফাজত চেয়ে আবেদন জানায় ইডি৷
সোমবার অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আদালতে তোলা হয়। কিন্তু, তাঁকে আর হেফাজতে চাননি কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তবে তিহার যাত্রার আগে আপ সুপ্রিমোরে তাঁর স্ত্রী সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী আতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদালত৷ কেজরির আইনজীবী আদালতের জানান, দিল্লির মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই কিছু অসুখে ভুগছেন৷ তাই নির্দিষ্ট ওষুধ এবং বিশেষ খাদ্যতালিকা মনে তাঁকে যাতে খাবার দেওয়া হয়, সেই আবেদন জানান৷ পাশাপাশি আদালতের কাছে মুখ্যমন্ত্রীকে তিনটি বই পড়তে দেওয়ার অনুমতি চাওয়া হয়- ভাগবদ্গীতা, রামায়ণ এবং নীরজা চৌধুরির ‘হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড।’