IPL-এ ফের করোনার ধাক্কা! সিএসকের পর সংক্রমণ দিল্লি ক্যাপিটালসে অন্দরে

এর আগে ধোনির দল চেন্নাই সুপার কিংসের ১৩ জন ক্রিকেটার কোভিড পজিটিভ ধরা পড়েছিলেন। এই ডামাডোলে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল বয়কট করেছেন সুরেশ রায়না এবং হরভজন সিং। চেন্নাই শিবির সুস্থ হতে না হতে এবার ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস দল। 

আরব আমিরশাহি: আইপিএল যুদ্ধের দামামা বেজে গেছে। আর ১২ দিন পরেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষীত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। সংক্রমণ এড়াতে ভারত থেকে আরব আমিরশাহিতে তুলে আনা হয়েছে আইপিএলকে। তবু করোনার ভ্রুকুটি এখনও এড়ানো যাচ্ছে না। এর আগে ধোনির দল চেন্নাই সুপার কিংসের ১৩ জন ক্রিকেটার কোভিড পজিটিভ ধরা পড়েছিলেন। এই ডামাডোলে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল বয়কট করেছেন সুরেশ রায়না এবং হরভজন সিং। চেন্নাই শিবির সুস্থ হতে না হতে এবার ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস দল। 

 

সোমবার সকালে দিল্লি ক্যাপিটালস দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়। তাদের সহকারী ফিজিওথেরাপিস্ট করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত কোয়ারান্টাইনে আছেন তিনি। দলের তরফে এও জানানো হয়েছে, দুবাই আসার পর প্রথম দুটি কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসে ফিজিওটির। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ দেখায়। আরও জানানো হয়েছে, আক্রান্ত ফিজিও এখন সম্পূর্ণ আইসোলেশনে আছেন, কোনও খেলোয়াড় বা স্টাফের সঙ্গে যোগাযোগ নেই তাঁর। আগামী ১৪ দিন আইপিএলের আইসোলেশন ফেসিলিটিতে থাকার পর দু’ দফায় পরীক্ষা হবে তাঁর। দু’বারের ফলাফল নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে ফের যুক্ত হতে পারবেন তিনি। 

 

সহকারী ফিজিওর সংক্রামিত হওয়ার ঘটনা আপাত দৃষ্টিতে খুব একটা বিপজ্জনক মনে না হলেও আসলে যথেষ্টই চিন্তার অবকাশ রয়েছে। খেলোয়াড়দের শারীরিক ভাবে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফিজিওরা। বলাই বাহুল্য, ম্যাসাজ দিতে গিয়ে প্লেয়ারদের সঙ্গে সরাসরি শারীরিক যোগাযোগ ঘটে তাদের। ফলে খেলোয়াড়দেরও সংক্রামিত হওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে। যদিও দিল্লি শিবিরের তরফে এখনও কোনও খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার তথ্য দেওয়া হয়নি। তবু আইপিএল শুরু হওয়ার আগে পর্যন্ত অত্যন্ত সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে তাদের। প্র্যাকটিসেও থাকতে হবে অতি সতর্ক।    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 9 =