রামমন্দির উদ্বোধন পর্বের সূচনা মঙ্গলেই, ৭ দিন ধরে নিয়ম পালন, মূল দিনের অনুষ্ঠান কেমন?

রামমন্দির উদ্বোধন পর্বের সূচনা মঙ্গলেই, ৭ দিন ধরে নিয়ম পালন, মূল দিনের অনুষ্ঠান কেমন?

prana pratishtha

কলকাতা: হাতে মাত্র আর ক’দিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দির৷ প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার৷ তবে আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে কর্মসূচি৷ এই সাতদিন কী কী কাজ করা হবে, সেই তালিকা প্রকাশ করেছে ‘শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। দেখে নেওয়া যাক এই ক’দিন কী কী অনুষ্ঠান রয়েছে৷

•    ১৬ জানুয়ারি মঙ্গলবার প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো।

•    ১৭ জানুয়ারি বুধবার মূর্তি পরিসর প্রবেশ পুজো।

•    ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল হবে তীর্থপুজো, জলযাত্রা এবং গন্ধাধিবাস।

•    ১৯ জানুয়ারি, শুক্রবার সকালে রয়েছে ঔষধাধিবাস, কেসরাধিবাস এবং ঘৃতাধিবাস-এর কর্মসূচি।

•    ১৯ জানুয়ারি বিকেলে হবে ধন্যধিবাস।

•    ২০ জানুয়ারি, শনিবার সকালে রয়েছে শর্করাধিবাস, ফলাধিবাস।

•    ওই দিন বিকেলে হবে পুষ্পধিবাস।

•    ২১ জানুয়ারি, রবিবার সকালে মধ্যধিবাস।

•    ২১ জানুয়ারি বিকেলে হবে সহ্যধিবাস।

•    ২২ জানুয়ারি সোমবার প্রাণ প্রতিষ্ঠা৷

‘শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে জানানো হয়েছে, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের পূর্বে ১২১ জন আচার্য এক সঙ্গে এই সব নিয়ম পালন করবেন। তত্বাবধানে থাকবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাঁর সহযোগী হিসাবে থাকবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত।   

২২ জানুয়ারি, ভারতীয় আধ্যাত্মবাদ, ধর্ম, সম্প্রদায়, উপাসনা পদ্ধতি পালিত হবে৷ উপস্থিত থারবেন সমস্ত প্রতিষ্ঠানের আচার্যেরা, ১৫০রও বেশি বিভিন্ন মত-পন্থের সাধু-সন্ন্যাসী এবং ৫০-এরও বেশি আদিবাসী, জনজাতি শ্রেণির শীর্ষ নেতৃত্ব৷ আমন্ত্রণ জানানো হয়েছে জৈন, বুদ্ধ, শিখ সমাজের ধর্মীয় নেতা এবং হিন্দু ধর্মের ভিন্ন মতাবলম্বী জনগণের ধর্মীয় প্রতিনিধিদের৷ গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠার পর উপস্থিত মানুষ সকলেই রামলালার দর্শন করতে পারবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *