পাঁচ বছরের দাম্পত্যে নতুন অতিথির অপেক্ষা? মা হওয়ার ইচ্ছাপ্রকাশ দীপিকার!

পাঁচ বছরের দাম্পত্যে নতুন অতিথির অপেক্ষা? মা হওয়ার ইচ্ছাপ্রকাশ দীপিকার!

Deepika

মুম্বই: বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা পাদুকোন এবং রণবীর সিং৷ দীর্ঘ প্রেমপর্বের পর ২০১৮ সালের নভেম্বর মাসে ইটালির লেক কোমোর ধারে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। গত বছর পাঁচ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা৷ এ বার পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চায় এই লাভ বার্ডস৷ মা হতে চান নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন খোদ অভিনেত্রী। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুবই ভালবাসি। আমরা অপেক্ষায় আছে যে দিন নিজেদের পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে পারব।’’ তবে কি বিয়ের পাঁচ বছর পর সন্তান আনার পরিকল্পনা করছেন বাজিরাও আর মস্তানি? সন্তান কেমন হবেন, সে কথাও ভেবে রেখেছেন নায়িকা৷ দীপিকা বলেন, ‘‘আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা অস্বাভাবিক নয়। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোই দেখতে চাই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =