মুম্বই: রূপকথার বিয়ে৷ ইটালির লেক কোমোতে জমকালো বিয়ের আসর৷ রাজকীয় আয়োজনে এক হয় চার হাত৷ পাঁচ বছর পর ফাঁস হল রণবীর-দীপিকার বিয়ের সেই ভিডিয়ো। নেপথ্যে অবশ্যই করণ জোহর। বলিপাড়ার অন্দরমহলে বহু তারকাজুটির ‘ম্যাচমেকার’ হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। ‘কফি উইথ করণ’-এর নতুন মরসুম শুরু হতেই রণবীর-দীপিকাকে নিয়ে বোমা ফাটালেন পরিচালক৷
‘কফি উইথ করণ’-এক অষ্টম মরসুমের প্রথম অতিথি হয়ে আসেন রণবীর সিং এবং দীপিকা পাদুকোন। ২৫ অক্টোবরই সেই পর্ব প্রকাশ্যে আসতেই শোরগোল৷ কারণ ওই শোয়েই ফাঁস হয় তারকা দম্পতির রাজকীয় বিয়ের ভিডিয়ো৷ কফি উইথ করণের টিজার ভিডিয়োতে রণবীরকে এও বলতে শোনা যায়, ২০১৫ সালেই বাগদান সেরে ফেলেছিলেন এই জুটি। তবে সেই খবর ঘুণাক্ষরেও পাঁচকান করতে চাননি তাঁরা। চেষ্টা করেছিলেন বিয়ের তারিখ থেকে স্থান, সবটাই লুকিয়ে রাখতে। যদিও সেটা সম্ভব হয়নি৷
HD | deepika padukone and Ranveer Singh’s wedding glimpse 🧿❤️ pic.twitter.com/wMX4fgko4m
— Deepika Files (@FilesDeepika) October 25, 2023
২০১৮ সালে ১৪ নভেম্বর, ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে গাঁটছড়া বাঁধেন ‘দীপবীর’৷ কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছিল বিয়ের আসর৷ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর দু’পক্ষের আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন তারকাযুগল। এমনকী, বিয়েতে আগতঅতিথিদের সকলের মোবাইল ক্যামেরায় স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে তাঁদের বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি না হয়৷ যদিও পরে বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রণবীর-দীপিকা৷ তবে তাঁদের ওয়েডিং ভিডিওয়ো দেখা যায়নি৷ যা দেখার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা! শেষমেশ হল ইচ্ছেপূরণ। রণবীর-দীপিকার একে-অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দুই পরিবারের সদস্যদের কথা, তাঁদের চোখে দু’জনের দুষ্টু-মিষ্টি প্রেম… সব মিলিয়ে নজরকাড়া সেই ভিডিয়ো। যা দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহর। উচ্ছসিত অনুরাগীরা৷
ওই ভিডিয়োর শুরুতে অত্যুৎসাহী রণবীরকে বলতে শোনা যায়, ‘৬ বছর আগে কেউ যদি আমাকে বলতো তুমি দীপিকাকে বিয়ে করবে, আমি বলতাম পাগল! কিন্তু আজ সেটাই হতে চলেছে। জীবনে কিছু তো ভালো করেছে তোমাদের ছেলে ।’’ অন্যদিকে দীপিকা বলেন, ‘‘আমি সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলাম যাকে বিশ্বের বেশিরভাগ মানুষ দেখেনি। রণবীরের ভিতরে একটি শান্ত দিক রয়েছে৷ ওর মধ্যে খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল দিকও রয়েছে। আমি এই কারণে ভালোবাসি, যে ও নির্দিধায় কাঁদে। আমি এই সত্যটাকে ভালোবাসি যে ও সমস্ত হৃদয় উজার করে দেয়।’