নয়াদিল্লি: দেশে অ্যাসিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে দেদারে চলছে অ্যাসিড বিক্রি। সম্প্রতি দীপিকা পাডুকোনের ছপাক সিনেমাটি মুক্তি পেয়েছে। বিভিন্ন মহল থেকে সেই ছবির জন্য পরিচালক মেঘনা গুলজারের পাশাপাশি অভিনেত্রী হিসেবে দীপিকা পাডুকোনের অভিনয় প্রশংসিত হয়েছে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন কাহিনি নিয়েই তৈরি হয়েছে দীপিকার এই ছবি৷ ছবিতে দীপিকার দুরন্ত অভিনয় নজর কেড়েছে সবার৷ কিন্তু তারই মাঝে এই ছবি সমাজের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে অনেক৷ অ্যাসিড আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে৷
আর এই বিষয়কেই সরজমিনে দেখার জন্য পথে নামলেন দীপিকা৷ নিজের টিম নিয়ে শুরু করে দিলেন স্টিং অপারেশন৷ যেখানে দেখা গেল খুব সহজেই, বিনা খোঁজখবর নিয়েই বিক্রি হয়ে চলেছে অ্যাসিড৷ কড়া থেকে কড়া অ্যাসিড পাওয়া যাচ্ছে খুবই সহজে৷ একটিবারও দোকানদার জিজ্ঞেস করছে না, কীসের জন্য ব্যবহার হবে এই অ্যাসিড! কোথায় সচেতনতা? দিল্লির রাজপথেই চলল দীপিকার এই স্টিং অপারেশন৷ অপারেশনের পর খুব সহজেই দীপিকার হাতে উঠে এল দু’ডজন অ্যাসিডের বোতল৷ কীভাবে বাড়বে এই সচেতনতা? ফের যেন প্রশ্ন রাখলেন দীপিকা৷
আগেও দীপিকা অ্যাসিড আক্রান্তদের সঙ্গে সমাজ কী ব্যবহার করেন, তার স্ট্রিং অপারেশন করেছেন৷ সেখানে তিনি নিজে মালতি সেজে অন্যান্য অ্যাসিড আক্রান্তদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন৷ কিছু মানুষের কাছ খেকে ভালো ব্যবহার পেলেও বেশিরভাগ মানুষ তাঁদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিলেন৷ সাহায্যটুকু করতে আসেননি৷ সেদিনও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দেখিয়ে দিয়েছিলেন সমাজের দিক থেকে আমরা কোথায় অবস্থান করছি৷