১০ বছর পর মুক্তির স্বাদ! বাড়ি যাচ্ছেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী

১০ বছর পর মুক্তির স্বাদ! বাড়ি যাচ্ছেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী

1ba9fe20ae8312db528f39735eeaae33

কলকাতা: দীর্ঘ বন্দি জীবনে ক্ষণিকের মুক্তির স্বাদ৷ আগামি ৫ জুন জেলের বাইরে পা রাখবেন সারদা টিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷ তবে জামিন নয়৷ মুক্তি পাবেন প্যারোলে৷  

আজ থেকে ১০ বছর আগে সারদা চিটফাণ্ডকাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল বাংলা৷ সুদীপ্ত সেনের পাশাপাশি চর্চায় উঠে আসে দেবযানী মুখোপাধ্যায়ের নাম৷ তিনি ঠিলেন সারদার মালিক সুদীপ্ত সেনের সঙ্গিনী৷ সারদা মামলার তদন্ত এখনও চলছে৷ সেই মামলার অবস্থান ঠিক কী, সে সম্পর্কে কোনও বিস্তারিক তথ্য নেই। কিন্তু, সুদীপ্ত বা দেবযানী কেউই সারদা মামলায় জামিন পাননি।

তবে ১০ বছর পর বন্দিজীবন থেকে মুক্তি পাচ্ছেন দেবযানী। অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে ছাড়া হবে তাঁকে৷ 

গ্রেফতার হওয়ার পর থেকে দেবযানীর ঠিকানা দমদম কেন্দ্রীয় সংশোধনাগার৷ তাঁর মা অসুস্থ৷ জেল কর্তৃপক্ষের কাছে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আবেদন জানিয়েছিলেন দেবযানী৷ সেই আবেদন মঞ্জুর করা হয়৷ সব কিছু ঠিক থাকলে ৫ জুন মায়ের সঙ্গে দেখা করতে যাবেন দেবযানী৷ পুলিশি পাহাড়ায় তাঁকে নিয়ে যাওয়া হবে ঢাকুরিয়ার বাড়িতে৷ 

জানা গিয়েছে, এতদিন ফোনেই মায়ের সঙ্গে কথা বলতেন দেবযানী। সম্প্রতি দেবযানীর আইনজীবী অভিজিৎ বল জানান,  মেয়েকে আর এভাবে কারাগারের ভিতরে দেখতে পারছেন না দেবযানীর মা। ভিডিয়ো কল করলেই তিনি উত্তেজিত হয়ে পড়ছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন মোবাইলও ব্যবহারের অনুমতি নেই তাঁর। তাই মায়ের সঙ্গে দেখা করতে চেয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ এবং বিশেষ সিবিআই আদালতে প্যারোলের আবেদন করেন দেবযানী। তা মঞ্জুর হয়েছে। 

সারদা কেলেঙ্কারি ফাঁস হতেই কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন সুদীপ্ত ও দেবযানী। ২০১৩ সালের ২২ এপ্রিল সুদীপ্ত ও তাঁর সঙ্গিনীকে কাশ্মীর থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পরে সুপ্রিম কোর্টে গড়ায় এই মামলা, তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যত বেশি করে তথ্য উঠে আসে, তত জেলের মেয়াদ বাড়তে থাকে দেবযানী ও সুদীপ্তর।