“কান্তি গাঙ্গুলীর বিরুদ্ধে জিতেছি, বদলে দল কিছুই দেয়নি!” ঘাসফুল ছেড়ে বিস্ফোরক দেবশ্রী

“রায়দিঘিতে কান্তি গাঙ্গুলীর বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাইছিল না, তাই আমায় ডেকেছিল” বলেন দেবশ্রী

কলকাতা: একুশের বঙ্গ ভোটের আগে একের পর এক ক্রমাগত দলত্যাগ আর দলবদলের সাক্ষী থেকেছে গোটা বাংলা। কেউ পুরনো দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়েছেন, কেউ নাম লিখিয়েছেন নতুন দলে। এমনকি একাধিক বার একাধিক দল বদলে ফেলার নজিরও গড়ে উঠেছে একুশের বাংলায়। দলত্যাগের এই সাম্প্রতিকতম হিরিকেই এবার সামিল হয়েছেন টলিউড অভিনেত্রী তথা রাজনীতিবিদ দেবশ্রী রায়। 

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ত্যাগ করেছেন শাসকদলের বিধায়ক দেবশ্রী রায়। কেন এমন সিদ্ধান্ত নিলেন? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে স্পষ্টই দলের বিরুদ্ধে অপমানের অভিযোগ এনেছেন তিনি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকলেও দল তাঁকে কিছুই দেয়নি। তাই বিধানসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময় ঘাসফুলের হাত ছাড়লেন দেবশ্রী রায়। এবার কি তবে গেরুয়া পতাকার নীচে দেখা যাবে তাঁকে? স্বভাবতই শুরু হয়েছে জল্পনা। 

সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলীর জনপ্রিয়তা রায়দিঘিতে সুপরিচিত। এহেন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দুবার তৃণমূলের জয় এনে দিয়েছেন দেবশ্রী রায়, কিন্তু তাঁর বদলে দলের কাছ থেকে জুটেছে কেবল অসম্মান আর অপমান, এদিন দলত্যাগের পর একটি সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিধায়ক অভিনেত্রী। তাঁর কথায়, “কান্তি গাঙ্গুলীর বিরুদ্ধে রায়দিঘিতে কেউ দাঁড়াতে চায়নি। আমাকে দল ডেকে এনেছিল। আমি কিন্তু দুবার এই সিটটা দলকে এনে দিয়েছি। তার বদলে আমি কী পেলাম?” এখানেই শেষ নয়, কুনাল ঘোষসহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দলত্যাগের পর আপাতত অভিনয় জগতে ফোকাস করার কথা জানিয়েছেন দেবশ্রী রায়। তবে ফুল বদলের রাস্তাকেও একেবারে বন্ধ করে দেননি। তাঁর বার্তা, “কেউ যদি সম্মানের সঙ্গে আমাকে ডাকে, আমার দরজা খোলাই আছে।” সুতরাং গেরুয়া শিবিরে দেবশ্রী রায়ের যোগদানের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *