debanjan
কলকাতা: এবার আদালতের দ্বারস্থ ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার চাওয়ার পাশাপাশি এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের যান দেবাঞ্জন। তাঁর অভিযোগ, এই ঘটনার মূল মাথাদের আড়াল করতে চাইছে কলকাতা পুলিশ। মামলাকারীর আইনজীবী বলেন, ভ্যাক্সিন কাণ্ডে অনেক প্রভাবশালীর নাম উঠে আসায় প্রাণহানির আশঙ্কা রয়েছে দেবাঞ্জনের। তাঁকে নিরাপত্তা দেওয়া হোক। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে, ভ্যাক্সিন কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে দিয়েছে ইডি।
ভুয়ো প্রতিষেধক শিবির চালানোর অভিযোগে দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। তদন্তে জানা যায়, কলকাতা পুরসভার যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে ওই শিবির চালাচ্ছিলেন তিনি। ওই শিবিরে করোনার প্রতিষেধকের নামে আদৌ কী দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত শুরু করে লালবাজার থানার গোয়েন্দা বিভাগ।