কলকাতা: সকাল ১০টা হবে৷ রবীন্দ্র সদনে পৌঁছয় সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ নিজের আবেগ ধরে রাখতে পারলেন না তিনি৷ অন্যদিকে ফিরহাদ হাকিম বলেন, ছাত্র রাজনীতির সময় থেকেই সুব্রত দা ছিলেন আমাদের উত্তম কুমার৷
আরও পড়ুন- ভাইফোঁটায় আর নাড়ু খাওয়ানো হল না, কান্নায় ভেঙে পড়লেন সুব্রতর দুই বোন
ফিরহাদ বলেন, ‘‘সুব্রতদাই ছিলেন আমাদের হিরো। আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন। ওঁর অনুপ্রেরণাতেই রাজনীতিতে আসা।’’ অন্যদিকে প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন সুব্রত বক্সী। তাঁর গলা ধরে আসে৷ অস্ফূটে কিছু বলতে চাইছিলেন৷ কিন্তু কণ্ঠস্বর রূদ্ধ হয়ে আসে। দীর্ঘ দিন একই রাজনীতির মঞ্চে রাজনীতি করেছেন দুই সুব্রত৷ আবার কখনও ভোটে লড়েছে বিরোধী হয়ে৷ ২০০৬ সালে বিধানসভা ফোটে কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর বিরদ্ধে লড়ছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী৷ ওই লড়াইয়ে অবশ্য জিতেছিলেন সুব্রত বক্সী।
গত ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ সেই সময় চিকিৎসকরা তাঁকে ভর্ত হওয়ার পরামর্শ দেন৷ এর পর তাঁর বুকে দুটি স্টেন্টও বসানো হয়৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়৷ আক্রান্ত হন স্টেন্ট থ্রম্বোসিসে৷ তড়িঘড়ি আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। রাত ৯টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ৷