বাড়ছে আমাজনের জলের তাপ, লেগেছে মরক, সাত দিনে মৃত শতাধিক ডলফিন

বাড়ছে আমাজনের জলের তাপ, লেগেছে মরক, সাত দিনে মৃত শতাধিক ডলফিন

120 dolphins

কলকাতা: বদলে যাচ্ছে আমাদের পৃথিবী৷ আবহাওয়ার পরিবর্তনে প্রভাবিত হচ্ছে প্রাণি জগত৷ ফুটতে শুরু করেছে আমাজনের জল৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই নদীর জলরাশির তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। তেমনই পাল্লা দিয়ে কমে যাচ্ছে এর জলস্তর। যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে আমাজনের জীববৈচিত্র্যে। গত সাতদিনে দক্ষিণ আমেরিকার এই নদীর জলরাশি থেকে উদ্ধার হয়েছে একশোরও বেশি ডলফিনের মৃতদেহ। এই ঘটনায় পরিবেশ বিজ্ঞানীদের চিন্তার ভাঁজ চওড়া করেছে৷

আমাজন দক্ষিণ আমেরিকার নদী হলেও, এর একটা বড় অংশ ব্রাজিলের উপর দিয়ে বয়ে গিয়েছে। আর তার তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা এটিকে জলজ প্রাণীদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন৷ মার্কিন সংবাদ সংস্থা সিএনএন-এর একটি রিপোর্ট অনুযায়ী, কোনও কোনও জায়গায় আমাজন নদীর জলের উষ্ণতা ১০৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছে। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ মামিরাউয়া ইনস্টিটিউটকে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, আমাজনের লেক টেফে থেকে মৃত ডলফিনগুলি উদ্ধার হয়েছে। এই ইনস্টিটিউটের অনুমান, এবছর ব্রাজিলে তীব্র খরা পরিস্থিতির ফলেই আমাজনের জলের তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে। সেই তাপমাত্রা সহ্য করতে না পেরেই মৃত্যুর মুখে ঢলে পড়েছে ডলফিনের দল। 

গবেষকরা বলছেন, ‘‘কী ভাবে একসঙ্গে এত ডলফিনের মৃত্যু হল, তার সুনির্দিষ্ট কারণ অনুধাবন করা এখনই সম্ভব নয়। এখনও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে, লেক টেফের জলের উষ্ণতা বেড়ে যাওয়াটা এর অন্যতম কারণ বলে মনে করছি আমরা।’ তীব্র গরমের হাত থেকে বাঁচাতে বাকি ডলফিনদের আপাতত লেক টেফে থেকে সরামোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মূল নদী থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দূরবর্তী খাঁড়ি কিংবা অগভীর হ্রদে৷ যেখানে জল অপেক্ষাকৃত ঠান্ডা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + two =