ফের অক্সিজেনের সঙ্কট, কর্ণাটকে প্রাণ গেল ২৪ জনের, উত্তরপ্রদেশের মৃত ৫

ফের অক্সিজেনের সঙ্কট, কর্ণাটকে প্রাণ গেল ২৪ জনের, উত্তরপ্রদেশের মৃত ৫

নয়াদিল্লি: দিল্লির পর উত্তরপ্রদেশের মেরঠ৷ হাসপাতালে অক্সিজেনের অভাবে উঠল মৃত্যুর অভিযোগ৷ প্রয়োজনের সময় বেশ খানিকক্ষণ অক্সিজেন দিতে পারেনি হাসপাতাল৷ অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন পাঁচ রোগী৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা৷ হাসপাতালে ভাঙচুরও করেন তাঁরা৷ পরে হাসপাতালে পৌঁছে পরিস্থিতিত সামাল দেয় পুলিশ৷ এদিকে হাসাপাতালের তরফে জানানো হয়েছে, যে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে তাঁদের সকলেরই কো-মর্বিডিটি ছিল৷ অক্সিজেনের অভাবে মৃত্যু কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ 

আরও পড়ুন- বাংলায় ভরাডুবি! ৪০ বছরের রেকর্ড ভেঙে কেরল জয়ে বিজয়ন!

উত্তরপ্রদেশের পাশাপাশি কর্ণাটকেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৪ জন করোনা আক্রান্ত রোগীর৷ চামরাজনদর জেলা হাসপাতালের ঘটনা৷ খবর পেয়েই হাসপাতালে পৌঁছন জেলা শাসক৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অক্সিজেনের অভাবে ওই ২৪ জনের মৃত্যু হয়নি৷ কিন্তু মৃতের পরিজনদের বক্তব্য, তাঁদের রোগীরা অক্সিজেন সাপোর্টে ছিলেন৷ আচমকা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ায় এই ২৪ জন রোগী মৃত্যুর কোলে ঢোলে পড়েন৷ 

আরও পড়ুন- বিজেপিকে সাহায্য করতে নির্বাচন কমিশন সবকিছু করেছে! আক্রমণ কিশোরের

অন্যদিকে, খানিক স্বস্তি দিয়ে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা৷ রবিবারের মতো সোমবারেও একদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে  নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। অন্যদিকে, করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬,২৯,৩০০৩ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =