বিক্রেতাদের আন্দোলনের ধাক্কায় বারাসতে বন্ধ ডিয়ার লটারির বিক্রি

বিক্রেতাদের আন্দোলনের ধাক্কায় বারাসতে বন্ধ ডিয়ার লটারির বিক্রি

বারাসত: পুনরায় আগের ভাউচার এবং পুরস্কার চালু করতে হবে৷ এই দাবিতে বারাসত জোনে বন্ধ হয়ে গেল লটারি বিক্রি৷ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামলেন বারাসত জোনের ডিয়ার লটারি বিক্রেতারা। তাঁদের দাবি না মেটা পর্যন্ত লটারি বিক্রি বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে বারাসত জোনের ডিয়ার লটারি সেলার ইউনিয়ন। ফলে আপাতত বারাসতে মিলবে না ডিয়ার লটারি৷ 

আরও পড়ুন- ১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদের পর সৌমেন্দুকে ফের তলব, গুঞ্জন শুরু

কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবারই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার ডাক দেয় ডিয়ার লটারি সেলার ইউনিয়ন। রীতিমতো মাইকিং করে বারাসতের সকল লটারি বিক্রেতাকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। লটারি বিক্রেতা সংগঠনের তরফে জানানো হয়, ডিয়ার কোম্পানির বিরুদ্ধে সেলার ও কাস্টমারদের শোষনের প্রতিবাদে আজ, সোমবার থেকেই ডিয়ার কোম্পানির টিকিট সেলারদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য টিকিট বিক্রি বন্ধ থাকবে।  সকল লটারি বিক্রেতাদের একত্রিত হয়ে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে। 
 

বারাসত জোনের ডিয়ার লটারি সেলার ইউনিয়নের দাবি, আগে যে ভাউচার ছিল সেই ভাউচার পুনরায় চালু করতে হবে। পাশাপাশি আগে লটারিতে যে ধরনের পুরস্কার দেওয়া হত, সেই  পুরস্কার দিতে হবে। আন্দোলকারীদের অভিযোগ, অধিকাংশ দিনই প্রথম পুরস্কার সরকারের কাছে ফেরত যাচ্ছে বলে দেখানো হচ্ছে। কমিশন এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে, লটারির টিকিট বিক্রি করে সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন যাঁরা ২৫-৩০ বছর ধরে টিকিট বিক্রি করে সংসার চালাচ্ছেন। তাঁরা এখন কী করবেন? সেই প্রশ্নটাও জোরালো হয়ে উঠেছে৷