‘অমৃত কলস স্কিম’-এ বাড়ল সময়সীমা, ৪০০ দিনে স্কিমে দুর্দান্ত সুদ

‘অমৃত কলস স্কিম’-এ বাড়ল সময়সীমা, ৪০০ দিনে স্কিমে দুর্দান্ত সুদ

3 stocks recomended

amrit kals scheme 

কলকাতা: আপনি কি মিস করে গেছেন এই সুযোগ? জানেন ‘অমৃত কলস স্কিম’ কী? দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে স্থায়ী আমানতের। নির্দিষ্ট দিনের মেয়াদে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে এসবিআই। স্কিমের নাম দেওয়া হয়েছে অমৃত কলস স্কিম। এই স্কিমের অধীনে ৪০০ দিনের মেয়াদে এসবিআই দুর্দান্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। সেই প্রকল্পরই এবার সময়সীমা বেড়ে গেলে রীতিমত৷ আগেও একবার অমৃত কলস স্কিমে আবেদনের সময় বাড়ান হয়েছিল, এবার ফের একবার বাড়ান হল সময়সীমা। ২০২৪ সালে ৩১ মার্চ ছিল এই স্কিমের আবেদনের শেষ সময়, এবার তা বাড়ান হল সেপ্টেম্বর মাস পর্যন্ত।

এই অমৃত কলস স্কিম মূলত একটি ৪০০ দিনের স্থায়ী আমানত স্কিম যেখানে বিনিয়োগে গ্রাহকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এতে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। এই প্রেক্ষিতে, প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমে ৭.৬০ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন গ্রাহক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত বছর ২০২৩ সালের ১২ এপ্রিল এই স্কিম চালু করেছিল এসবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =