আধার ও ভোটার আইডি লিঙ্কের সময়সীমা বাড়ল কেন্দ্র, কী ভাবে লিঙ্ক করবেন? জেনে নিন

আধার ও ভোটার আইডি লিঙ্কের সময়সীমা বাড়ল কেন্দ্র, কী ভাবে লিঙ্ক করবেন? জেনে নিন

নয়াদিল্লি: কেন্দ্রের নির্দেশে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করাতে হবে প্রতিটি নাগরিককে৷ এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে৷ অনেক দিন ধরেই আধার ও ভোটার লিঙ্কের কাজ চলছে দেশে৷ তবে এখনও বহু মানুষ আছেন, যাঁরা গুরুত্বপূর্ণ এই দুই নথি লিঙ্ক করাতে পারেননি৷ তাঁদের কথা মাথায় রেখেই আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হল৷ ১ এপ্রিল ২০২৩-এর বদলে সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০২৪ করা হল। 

আরও পড়ুন- তিহাড়ে ঢুকেই শ্বাসকষ্ট অনুব্রতর! সায়গল, মণীশের সঙ্গে একই সেলে ‘কেষ্ট’

বর্ধিত এই সময়সীমার মধ্যেই অনলাইন বা এসএমএস-এর মাধ্যমে নাগরিকদের তাঁদের আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করতে হবে। গত নির্বাচনের সময়েই এর মূল উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করেছিল নির্বাচন কমিশন৷ এর মূল উদ্দেশ্য হল ভোটারদের পরিচয় সুনির্দিষ্ট করা৷ যাতে কোনও ব্যক্তি একের বেশি নির্বাচনী এলাকায় রেজিস্ট্রেশন করতে না পারেন, তা নিশ্চিত করা৷ একইভাবে আধার ভোটার লিঙ্ক করালে একই নির্বাচনী এলাকায় দুইবার রেজিস্ট্রেশনও রুখে দেওয়া সম্ভব৷ 

বলে রাখা ভালো, আধারের সঙ্গে ভোটারের এই লিঙ্ক করানোর বিষয়টি কিন্তু বাধ্যতামূলক নয়। এটি স্বতঃপ্রণোদিতভাবে করতে হবে৷ ২০২১ সালের ডিসেম্বর মাসে লোকসভায় নির্বাচনী আইন (সংশোধনী) বিল পাস হয়। তাতেই ভোটার আইডিগুলির সঙ্গে আধার লিঙ্ক করার অনুমোদন দেয় কেন্দ্র৷ খুব সহজে বাড়িতে বসেই ভোটার আইডি-র সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে। এর জন্য লাগবে শুধু ইন্টারনেট-সহ স্মার্টফোন। কীভাবে লিঙ্ক করতে হবে? দেখে নিন-

১. প্রথমেই  ফোনের ব্রাউজার থেকে https://voterportal.eci.gov.in/ -এ যান।

২. মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে সাইটে লগইন করুন এবং একটি পাসওয়ার্ড দিন।
 

৩. রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম অন্তর্ভুক্ত করুন৷ 

৪. তথ্য দেওয়ার পর ‘সার্চ’-এ গিয়ে ক্লিক করুন। যদি আপনার দেওয়া তথ্য সরকারি ডাটাবেসে থাকা তথ্যের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে ফুটে উঠবে।

৫. এর পর  স্ক্রিনের বাঁ দিকে থাকা ‘ফিড আধার নং’ অপশনে ক্লিক করুন।

৬. একটি পপ-আপ পেজ খুলে যাবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিন৷

৭. সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর ‘সাবমিট’-এ ক্লিক করুন।

৮. স্ক্রিনে ভেসে উঠবে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।

ব্যক্তিগত ভাবে এই কাজ করতে না পারলে নিকটস্থ বুথ স্তরীয় অফিসের মাধ্যমেও ভোটার আইডি এবং আধার লিঙ্ক করাতে পারেন। সেক্ষেত্রে বুথ স্তরীয় আধিকারিক আপনার সমস্ত নছি যাচাই করে দেখবেন।