মিড ডে মিলে টিকটিকি! খাবার খেয়ে হাসপাতালে ৮০ জন পড়ুয়া

মিড ডে মিলে টিকটিকি! খাবার খেয়ে হাসপাতালে ৮০ জন পড়ুয়া

বেঙ্গালুরু:   মিড ডে মিল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে এসেছে৷ কিন্তু এবার ঘটল ভয়ঙ্কর ঘটনা৷ মিড ডে মিলের খাবারে মিলল টিকটিকি৷ সেই খাবার খেয়ে কর্ণাটকে অসুস্থ হয়ে পড়ল ৮০ জন পড়ুয়া৷ এই ঘটনায় হুলস্থুল বেঁধেছে দক্ষিণী রাজ্যে৷ 

আরও পড়ুন- দৈনিক আক্রান্ত-মৃত্যু কমল দেশে, ওমিক্রন গ্রাফে হেরফের

ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাভেরি জেলার ভেঙ্কটপুরা টান্ডা গ্রামে৷ সেখানে একটি সরকারি স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছিল পড়ুয়াদের৷ সারি দিয়ে মেঝেতে বসে খাবার খাচ্ছিল খুদে পড়ুয়ারা৷ সেই সময় পড়ুয়ার পাতে এসে পড়ে টিকটিকির দেহাংশ। তা দেখেই চিৎকার করে ওঠে সে৷ কিন্তু ততক্ষণে পংক্তির শুরুর দিকের পড়ুয়াদের খাওয়া শুরু হয়ে গিয়েছে৷ খাবারে টিকিটিকির দেহাংশ রয়েছে শুনেই সকলে তড়িঘড়ি খাবার ছেড়ে উঠে পড়ে৷ এরই মধ্যে বেশ কিছু পড়ুয়া বমি করতে শুরু করে৷ শোরগোল পড়ে যায় স্কুল চত্বরে৷ 

পরিস্থিতি উদ্বেগজনক দেখে তড়িঘড়ি মিড ডে মিল খেয়ে ফেলা ৮০ জন পড়ুয়াকে নিকটবর্তী রানিবেন্নুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোনও বড়সড় বিপদ ঘটেনি৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়ারা সুস্থ আছে৷ প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর ওই সরকারি স্কুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷ কী ভাবে মিড জে মিলের রান্নায় টিকিটিকি মিশল তা জানার চেষ্টা চলছে৷

প্রসঙ্গত, দিন কয়েক আগেই তামিলনাড়ুর একটি সরকারি স্কুলে পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। ডিমের মধ্যে থেকে পোকার বেরনোর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ এ বার আরও এক দক্ষিণী রাজ্যে কেলেঙ্কারি৷ মিড ডে মিলের খাবারে মিলল টিকিটিকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =