মর্মান্তিক! বিহারের পর উত্তরপ্রদেশ, গঙ্গাবক্ষে সার দিয়ে ভাসছে মৃতদেহ

মর্মান্তিক! বিহারের পর উত্তরপ্রদেশ, গঙ্গাবক্ষে সার দিয়ে ভাসছে মৃতদেহ

লখনউ: মর্মান্তিক! বিহারের বক্সার পর উত্তরপ্রদেশের গাজিপুর৷ গঙ্গার পাড়ে পড়ে শতাধিক দেহ৷ এই মৃতদেহগুলি করোনা রোগীদের বলেই সন্দেহ৷ এই মৃতদেহ থেকে সংক্রমণ ছাড়ানোর আশঙ্কার ভুগছেন স্থানীয়রা৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক৷ 

আরও পড়ুন- একবছর ঘরবন্দি থেকেও কোভিড আক্রান্ত তসলিমা, টুইটে আক্ষেপ

অবর্ণনীয়, হৃদয় বিদারক দৃশ্য উঠে এল উত্তরপ্রদেশে৷ গঙ্গার পাড়ে সার দিয়ে পড়ে রয়েছে অসংখ্য পচাগলা দেহ৷ গাজিপুরে গঙ্গাবক্ষে শতাধিক মৃতদেহের স্তুপ৷ মৃতদেহগুলি খুবলে খেতে চারিদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে কাক৷ অভিযোগ, বিহার ও উত্তরপ্রদেশে বহু করোনা রোগীর দেহ সৎকার না করেই জলে ফেলে দেওয়া হচ্ছে৷ এই ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের কথায়, এই মৃতদেহ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ জানা গিয়েছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ১০০টি মৃতদেহ ভেসে রয়েছে৷ গঙ্গার বিভিন্ন ঘাটে আসছে মৃতদেহ৷ 

এ প্রসঙ্গে গাজিপুরের জেলাশাসক এমপি সিংহ বলেন, এই বিষয়ে আমাদের কাছে খবর এসেছে৷ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ এই দেহ কোথা থেকে এল তা জানার চেষ্টা চলছে৷ সোমবার একই ছবি দেখা গিয়েছিল বিহারের বক্সায়৷ সার দিয়ে মৃতদেহ ভেসে উঠেছিল গঙ্গায়৷ তার মধ্যে কোনওটা আধ পোড়া৷ কোনওটা আবার পচন ধরেছে৷ এমনকী অ্যাম্বুলেন্স থেকে মৃত দেহ নামিয়ে সৎকারের পরিবর্তে তা গঙ্গায় ছুড়ে ফেলার দৃশ্যই ভাইরাল হয়ে ওঠে৷ উত্তরপ্রদেশের হামিদপুরেও গত কয়েকদিন ধরে এই ভাবে যমুনায় একের পর এক মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল৷ বিজেপি জোট শাসিত বিহার ও বিজেপি শাসিত যোগী রাজ্য থেকে এই দৃশ্য ফুটে ওঠার পরেই বিতর্কের ঝড় উঠেছে৷ মোদীকে বিঁধে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ তিনি বলেন, ‘‘অসংখ্য মৃতদেহ নদীতে ভাসছে৷ হাসপাতালের সামনে লম্বা লাইন৷ জীবনের অধিকার ও নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে৷ প্রধানমন্ত্রী রঙিন চশমা না খুললে সেন্ট্রাল ভিস্তা ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 3 =