রাজ্যে নিম্নমুখী পজেটিভিটি রেট, সংক্রমণ বাড়ল কলকাতা-দার্জিলিংয়ে

রাজ্যে নিম্নমুখী পজেটিভিটি রেট, সংক্রমণ বাড়ল কলকাতা-দার্জিলিংয়ে

কলকাতা:  সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও নিম্নমুখী পজেটিভিটে রেট৷ তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ তবে চিন্তায় রাখছে উত্তরের দার্জিলিং৷ শুক্রবার দার্জিলিঙে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-র কাছাকাছি৷ শনিবার তা ৮০০ ছাড়িয়ে গেল। কলকাতা-দার্জিলিঙে দৈনিক সংক্রমণের হার বাড়লেও, কমল রাজ্যে। দৈনিক মৃত্যু ৩৫-এর উপরেই৷ 

আরও পড়ুন- প্রকাশ্য মঞ্চে অর্ধনগ্ন দুই তরুণীর চটুল নাচ! গায়ে হাত দর্শকদের, ভাইরাল ভিডিয়ো

শনিবার সন্ধে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি৷ কলকাতায় নতুন করে সংক্রমিত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪ পরগনায় কিছুটা বেড়ে ১ হাজার ৩৬০ জন। দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের সংখ্যা ৭০০ পেরিয়ে গিয়েছে৷ কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতে সংক্রমিতের সংখ্যায় বিশেষ হেরফের ঘটেনি৷ 

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কোথাও কমেছে, কোথায় বেড়েছে। পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান ও পুরুলিয়াতেও গ্রাফ উর্ধ্বমুখী। তবে বীরভূমে দৈনিক সংক্রমণ কমে হয়েছে ৫১৮। সংক্রমণ কমেছে নদিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও। 

শুক্রবারের চেয়ে  শনিবার করোনা পরীক্ষার হার কিছুটা বেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ১১.১৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =