৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্যে, মাস গেলে কার পকেটে কত টাকা বেশি ঢুকবে?

৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্যে, মাস গেলে কার পকেটে কত টাকা বেশি ঢুকবে?

da

কলকাতা: বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। যার ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী৷ ১ জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে৷  কিন্তু প্রশ্ন হল, এর থেকে সরকারি কর্মচারীরা কারা কতটা উপকৃত হবেন? বর্ধিত ডিএ-র ফলে কার ঘরে কত টাকা বেশি ঢুকবে? 

ডিএ মূলত নির্ভর করে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বেসিক পে কত, তার উপর৷ বর্তমানে গ্রুপ ডি কর্মীদের বেসিক হল ১৭ হাজার টাকা। সিনিয়রদের বেতন ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে৷ নতুন করে ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পাওয়ায় গ্রুপ ডি কর্মীরা মাসে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাড়তি হাতে বেতন পেতে চলেছেন৷

লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে প্রায় ২৩ হাজার টাকা। শতাংশের হিসেবে মাসে প্রায় ৯২০ টাকা বেশি পাবেন তাঁরা। আবার ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক পে ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকার মধ্যে৷ তাঁরা মাস গেলে হাতে বেশি পাবেন ১২৮০ টাকা৷ 

আবার বিডিও-দের বেসিক পে শুরু হয় ৫৬ হাজারের মতো৷ ৪ শতাংশ ডিএ বাড়ায় তাঁরা মাস গেলে ঘরে আনবেন বাড়তি প্রায় ২২৪৪ টাকা৷ রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মীদের মধ্যে  যাঁরা সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে রয়েছেন তাঁদের বেসিক পে প্রায় ২ লক্ষ টাকা। মাস গেলে তাঁরা পাবেন আরও প্রায় আট হাজার টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =